jamdani

গড়গড়িয়ে বাংলা বলছেন জাপানি মহিলা, ভালােবাসেন সরষে ইলিশ

এই মুহূর্তে একটি জাপানী মহিলার ভিডিও কাঁপিয়ে বেড়াচ্ছে সােশ্যাল মিডিয়া। ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। সাকুরা ইশিকাওয়া নামের জাপানী মহিলা গড়গড়িয়ে বাংলায় এবং হিন্দিতে কথা বলছেন।

সাকুরা বাংলার প্রতি ভালােবাসার কথা বলতে থাকেন। তিনি যাদবপুর ইউনিভার্সিটিতে বাংলা নিয়ে পড়াশােনা করেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পােস্টমাষ্টার’ গল্পটি পড়েছেন ও সত্যজিৎ রায়ের সিনেমাও দেখেছেন। সরষে ইলিশ আর রসগােল্লার কথায় তার মুখে হাসি যেন টগবগ করে ফুটছে।

শুরুটা করেছিলেন, নমস্কার! আমি সাকুরা। আমি জাপানে টিসিএসে চাকরি করি। আমি বাংলা নিয়ে পড়াশুনাে করছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আমি কলকাতার গােলপার্কে থাকি। যাদবপুর থেকে গােলপার্ক হেঁটে যাতায়াত করতে আমার খুব ভালাে লাগে। দু’মাস যাবৎ আমি কলকাতায় আছি। বাংলা পড়তে আমার ভীষণ ভালাে লাগে। তাই আমি শেখার জন্যে আগ্রহী হয়েছিলাম। আরও ছ’মাস থাকব আমি এখানে। তারপর দিল্লীতে যাব হিন্দি শেখার জন্যে। যখন তাকে জিজ্ঞাসা করা হল, কোন হিন্দি না বাংলা, কোন ল্যাঙ্গুয়েজটা তােমার ভালাে লাগে বেশি। মৃদু হেসে উত্তর করল, বাংলার অনেক এক্সেপ্রেসন আছে। বাংলা অনেক ভাব গম্ভীর ভাষা। আমি ফেলুদা’র গল্প পড়েছি। বাংলা মুভিও দেখেছি অনেক। যার মধ্যে পথের পাঁচালী অন্যতম।

রবীন্দ্রনাথ ঠাকুরের পােস্টমাস্টার আমার মন ছুঁয়ে গেছে। জাপানে মাছের কোনও প্রিপারেশন নেই সর্ষে দিয়ে, এখানে এসে সর্ষে ইলিশ আমার এত ভালাে লেগেছে, যে কি বলব।

সাকুরার কথায়, বাংলা ভাষার শেকড় জানতে তাকে আরও পড়তে হবে। সে ব্যাপারটাকে এনজয় করছে বেশ।

তথ্যসূত্র : ইন্ডিয়া টুডে

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes