jamdani

খুঁত ঢাকতে মেকআপ করবেন কীভাবে?

মেকআপ যে শুধু আপনার সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িযেই তােলে না, সঠিক মেকআপ স্ট্রোকে আপনার মুখের ছােটোখাটো খুঁতগুলােও সহজে ঢেকে ফেলতে পারেন। অবাক হলেন? একটু বুঝিয়ে বলি। 

ভোঁতা নাক নিয়ে অনেকেই মনখারাপ করেন। কিন্তু আপনি যদি ঠিকমতাে মেকআপ করেন, তাহলে চাপা নাকও টিকালাে লাগবেনাক টিকালাে করতে আপনার স্কিনটোনের চেয়ে একটু ডার্ক শেডের ব্লাশঅন নিয়ে নাকের দুপাশে লাগিয়ে হাত দিয়ে ভালাে করে ব্লেন্ড করে নিন। দেখবেন, নিমেষে আপনার নাক আগের চেযে টিকালাে লাগছে। 

যাঁদের ঠোঁট মােটা, তাঁরা লিপস্টিক লাগানাের আগে কনসিলার দিয়ে ঠোঁটের ধারগুলাে ত্বকের সঙ্গে ভালাে করে মিশিয়ে নিন। এরপর লিপলাইনার দিযে ন্যাচারাল লিপ লাইনের সামান্য ভেতর দিয়ে সুন্দর করে ঠোঁট এঁকে নিন। তারপর লিপস্টিক লাগান। ঠোঁট সরু দেখাবে। ঠিক একইভাবে যাঁদের ঠোঁট সরু তাঁরা ন্যাচারাল লিপ লাইনের সামান্য বাইরে দিযে আউট লাইন করে। তারপর লিপস্টিক লাগান। তবে লিপলাইনের খুব বেশি বাইরে দিয়ে। আউটলাইনার করবেন না। আর্টিফিশিয়াল দেখাবে। আবার ডাবল চিনের সমস্যা থাকলে আপনার স্কিনটোনের চেয়ে এক শেড ডার্ক ফাউন্ডেশন থুতনিতে লাগিয়ে ভালাে করে ব্লেন্ড করে নিন। ব্যস, ডাবল চিন বােঝা যাবে না।।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes