jamdani

খরচ বাঁচিয়ে বাড়িতে সহজেই করে নিন হেয়ার স্পা

চুলের যত্ন নিতে প্রয়োজন হেয়ার স্পা-এর। তবে হেয়ার স্পা এর নাম উঠলেই সকলে ভরসা রাখেন পার্লারের উপর। আরাম, বিলাসের দু’দণ্ড অবকাশের জন্য আজকাল সবার ঝোঁক স্পায়ের দিকেই। আর শুধুমাত্র শরীর বা ত্বক নয়, চুলের যত্ন নিতেও অনেকেই দ্বারস্থ হচ্ছেন স্পায়ের। আসলে ধুলো-ধোঁয়ায় জেরবার চুলে প্রাণোচ্ছ্বলতা আনতে বা শুষ্ক-রুক্ষ চুল কোমল করতে, কিংবা চুলের আরও নানা সমস্যা থেকে নিস্তার পাওয়ার অব্যর্থ উপায় এই হেয়ার স্পা। যতই সচেতন হয়ে সারা বছর চুলের যত্ন নিন না কেন, অনেক সময়েই কাঙ্খিত ফল পাওয়া যায় না। এক্ষেত্রে শুধুমাত্র তেল, শ্যাম্পু অথবা কন্ডিশনারই যথেষ্ট নয়। প্রয়োজন হয় বাড়তি যত্নের। এই বাড়তি যত্ন পেতেই প্রয়োজন হেয়ার স্পা। চুলের সমস্যার সমাধান তো হবেই, উপরন্তু চুলের সৌন্দর্য আর কমনীয়তা হবে দেখার মতো। চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপাদানেই ধাপে ধাপে চুলের যত্ন নেওয়ার বিশেষ পদ্ধতি।
• একটি পাত্রে সামান্য নরকেল তেল বা অলিভ অয়েল সামান্য গরম করে নিন। এরপর চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করুন। চুলের গোড়া থেকে চুলের ডগা পর্যন্ত খুব ভালো করে ম্যাসাজ করে নিন। এতে চুলের গোড়া খুব ভালো থাকেএবং উজ্জ্বল দেখায়। খুব ভালো করে ম্যাসাজ করার পর গরম জলে তোয়ালে ভিজিয়ে নিন অথবা মাইক্রোআভেনে তোয়ালেটা কিছুক্ষণ রেখে গরম করে নিন। এরপর স্টিম নেওয়ার জন্য গরম তোয়ালে মাথায় জড়িয়ে ৫ থেকে ৬ মিনিট রেখে দিন। এতে চুল দেখতে ঘন লাগবে ও চুলের গভীরে পুষ্টিও পৌঁছবে।
• চুলে স্টিম নেওয়া হয়ে গেলে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। তবে চুল ধোয়ার সময় অবশ্যই ঠান্ডা জল ব্যবহার করবেন। কারণ গরম জল চুলের গোড়ার ক্ষতি করে। বাড়িতে হেয়ার স্পা করলে অবশ্যই শ্যাম্পু করার পর কন্ডিশনার করুন। এরপর ভালো করে ধুয়ে নিন। হেয়ার স্পা এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শেষ ধাপ হল হেয়ার মাস্ক। হেয়ার মাস্কের জন্য ২ টো ডিম, কলা, মধু ও নারকেল তেল বা অলিভ অয়েল একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে মাস্ক তৈরি করে নিন। ৩০ মিনিটের মত এই মাস্ক রেখে আবার শ্যাম্পু করে চুল ধুয়ে শুকিয়ে নিন।

• হেয়ার স্পা করার আগে আপনার চুল কী ধরনের, স্ক্যাল্পে কোনও সমস্যা আছে কি না, পরীক্ষা করে দেখে নেওয়া কিন্ত খুব দরকারি একটি বিষয়। স্ক্যাল্প পরীক্ষা করে দেখে নেওয়ার পর অয়েল ম্যাসাজ, শ্যাম্পু, কন্ডিশনার ,হেয়ার মাস্ক, ব্যবহার করে চুল নরম ও মসৃণ করে তোলা হয়। স্ক্যাল্পে নানা ধরনের ট্রিটমেন্টও করা হয়। সালোঁতে গিয়ে পুরো ব্যাপারটা করতে সময় লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিট। চুলের ধরন এবং সমস্যা অনুযায়ী স্পায়ের রকমফের হয়।
• পার্লারে গিয়ে হেয়ার স্পা করানোর জন্য সময়ের অভাব হলে বাড়িতেও করতেই পারেন। এক্ষেত্রে শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক চুলের প্রকৃতি অনুযায়ীই বেছে নিন। গ্রিন টি-র পাতা বেটে নিয়ে তার সঙ্গে আধ চা-চামচ লেবুর রস মিশিয়ে তৈরি করে নিতে পারেন কন্ডিশনার। ডিম আর সামান্য নারকেল তেল দিয়ে হেয়ার মাস্কও বাড়িতে বানানো যায়।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes