jamdani

খড়গপুর আইআইটি -তে শূন্যপদ

প্রজেক্ট সফটওয়্যার টেস্টার ও সফটওয়্যার ডেভেলপার পদে কর্মী নিয়ােগ করতে চলেছে খড়গপুর আইআইটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফর্ম ফিলআপ করতে হবে। আবেদনের শেষ দিন ২ জানুয়ারি।

শূন্যপদ: সফটওয়্যার টেস্টার (৬ টি) এবং সফটওয়্যার ডেভেলপার (৬টি)

শিক্ষাগত যােগ্যতা: বিই/কম্পিউটার সায়েন্স বিটেক/ ইনফর্মেশন টেকনােলজি/ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্সে এমএসসি ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন। তবে সফটওয়্যার টেস্টারের জন্য ২ এবং সফটওয়্যার ডেভেলপারের ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার।

বেতন: ৪০ হাজার।

আবেদনের পদ্ধতি: http://iitkgp.ac.in 93 CITIRGUS ATSIGT আবেদন করতে হবে। ফর্ম ফি ৫০ টাকা।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes