jamdani

ক্যামেরা বন্দী হল বাঘ

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে সাত হাজার ফুট উচ্চতার দুর্গম এলাকায় একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ক্যামেরা বন্দী হয়েছে। এর আগেও ১৭ ও ১৮ ডিসেম্বর পর পর দু’দিন নেওড়া ভ্যালির জঙ্গলে দেখা গিয়েছে ওই পূর্ণবয়স্ক জাঁদরেল বাঘকে। নতুন বছরে এ এক খুশির খবর বলে জানান নর্থবেঙ্গল বন্যপ্রাণ শাখার অধিকারিক উজ্জ্বল ঘােষ।

বনকর্তারা রীতিমত উচ্ছসিত। দীর্ঘদিন পর নতুন করে বক্সা ও জলদাপাড়ার পাশাপাশি এ বার নেওড়াভ্যালি জাতীয় উদ্যানেও বাঘ গণনা করার বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। যা এতদিন শুধু বক্সা ব্যাঘ্র প্রকল্পেই হত। নতুন সংযােজন নেওড়া ভ্যালি। ভার্জিন এরিয়া’ বলে পরিচিত ওই জঙ্গলে পর্যটকদের আনাগােনা নিষিদ্ধ হলেও, দুষ্কৃতীরা যে কোনও সময় বাঘ শিকারের উদ্দেশ্যে সেখানে ঢুকতে পারে বলে আশঙ্কা বন দপ্তরের। তাই নেওড়া ভ্যালির ওই বাঘের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না বন দপ্তর। বাড়ানাে হচ্ছে ট্র্যাপ ক্যামেরার সংখ্যা। নজরদারিও চলছে জোরদার। তাৎপর্যপূর্ণ ব্যাপার যে আগের শীতেও ঠিক ডিসেম্বর মাসে বাঘ নেমে এসেছিল নীচে। শীতের প্রকোপ আর ইকো সিস্টেমের ফলেই বাঘ নেমে আসছে নীচে।

তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes