jamdani

কোস্টগার্ডে ২৬০ নাবিক

ট্রেনিং দিয়ে ২৬০ জন নাবিক (জেনারেল ডিউটি) নিয়ােগ করবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন। যাঁরা আবেদন করতে চান তাঁরা অবিলম্বে আবেদন করুন। পশ্চিমবঙ্গে পরীক্ষাকেন্দ্র আছে।

শূন্যপদের বিন্যাস: সাধারণ ১১৩, তফসিলি জাতি ১৩, তফসিলি উপজাতি ৩৩, ও বি সি ৭৫, আর্থিকভাবে অনগ্রসর ২৬।

শিক্ষাগত যােগ্যতা: মােট অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ উচ্চমাধ্যমিক বা সমতুল। ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে পড়তে হবে। তফসিলি প্রার্থীরা জাতীয় স্তরের প্রতিযােগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী খেলােয়াড়রা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন।

দৈহিক মাপজোক: উচ্চতা অন্তত ১৫৭ সেমি। উচ্চতার সঙ্গে ওজন মানানসই থকতে হবে। বুকের ছাতি অন্তত ৫ সেমি ফোলানাের ক্ষমতা চাই।।

দৃষ্টিশক্তি: ভালাে চোখে ৬/৬ এবং খারাপ চোখে ৬/৯ হতে হবে।

বয়সসীমা: জন্মতারিখ থাকতে হবে ১.৮.১৯৯৮ থেকে ৩১.৭.২০০২-এর মধ্যে হতে হবে। বয়সে তফসিলিরা ৫ এবং ও বি সি-রা ৩ বছরের ছাড় পাবেন।

দরখাস্তের পদ্ধতি: দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে – www.joinindiancoastguard.gov.in প্রার্থীর চালু ই-মেল আইডি থাকা চাই।

দরখাস্তের সময়সীমা: অনলাইন দরখাস্ত করতে হবে চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes