jamdani

কোমল ও সুন্দর হাত চান, যত্ন নিন এভাবে

শীতের পর বসন্ত এসে হাজির। এরপর আস্তে আস্তে চারপাশের তাপমাত্রাও বদলে যাবে। বদল আসবে আমাদের ত্বকেও। আর আমরা অনেকেই ত্বকের যত্ন নিলেও হাতের যত্ন নিই না সেভাবে। আর এর ফলে হাতের অবস্থা হয়ে ওঠে করুণ। তাই ত্বকের পাশাপাশি হাতেরও যত্ন নেওয়া প্রয়োজন।

নরম হাত আমাদের সবার পছন্দ। প্রতিদিনের কাজ, শীতকালীন আবহাওয়া, কেমিকেল যুক্ত প্রসাধন এবং সঠিক যত্নের অভাব আমাদের হাত করে তোলে শুষ্ক এবং রুক্ষ। মেনে চলুন এই নিয়ম গুলি-

জেনে নিই কীভাবে নেবেন হাতের যত্ন-

  • শীতে অনেকের হাত রুক্ষ হয়ে ফেটে যায়। গরম পড়ার পরও তা চলতে থাকে অনেক সময়। তাই হাতের যত্ন নিতে হবে। হাতেও লাগাতে হবে ময়েশ্চরাইজার। এর জন্য নারকেল তেল, আমন্ড তেল ও অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।
  • হাতের জন্য ক্রিম ব্যবহার করুন ক্রিম। হাত ধোয়ার পর হাতে অবশ্যই ক্রিম লাগিয়ে নিন। এতে এমন উপাদান রয়েছে যা আপনার হাতকে করে তুলবে নরম এবং মোলায়েম।
  • ঘন ঘন সাবান ব্যবহার করবেন না। ক্ষারযুক্ত সাবান হাতকে রুক্ষ করে। সাবানের পরিবর্তে হাত ধোয়ার জন্য ব্যবহার করুন হ্যান্ডওয়াশ।
  • হাত ধোয়া ও স্নানের সময় গরম জল ব্যবহার করবেন না। গরম জল হাতের আর্দ্রতাকে হ্রাস করতে পারে এবং রুক্ষ করে তুলতে পারে।
  • ঘরের কাজ করার সময় হাতে গ্লাভস ব্যবহার করুন।
  • হাতকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করুন। যখন বাইরে যাবেন, তখন সানস্ক্রিন ও গ্লাভস পরে নিন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes