ভদ্রলোক দুই মেয়ের বাবা। সৎপাত্র খুঁজতে বিজ্ঞাপন ছাপিয়েছেন। তাঁর দাবি— ‘হবু জামাইয়ের কোভিড টিকা দু’টি নেওয়া যেন থাকে’।
বছর পঁয়তাল্লিশের সাভিয়ো ফিগেরিদো গোয়ার বাসিন্দা। নিজের ফেসবুক ওয়ালে পাত্র চেয়ে বিজ্ঞাপন দেন কিছুদিন আগে। ‘২৪ বছর বয়সি রোমান, ক্যাথলিক পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই। পাত্রের কোভিশিল্ডের দু’টি ডোজ় নেওয়া থাকতে হবে। পাত্রীরও এই টিকার দু’টি ডোজ় নেওয়া রয়েছে।‘
সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ওই পোস্ট। কোনও সংবাদপত্রে নয়, একটি অ্যাপের মাধ্যমে নিজস্ব বয়ানকে খবরের কাগজের বিজ্ঞাপনের এফেক্ট দিয়ে পোস্ট করেছেন। উদ্দেশ্য একটাই— সবার মধ্যে কোভিড টিকা নেওয়ার গুরুত্ব প্রচার করা।
কংগ্রেস সাংসদ শশী তারুরও ওই পোস্ট টুইট করে লেখেন, ‘ভ্যাকসিন-প্রাপ্ত কন্যে ভ্যাকসিন-প্রাপ্ত পাত্র চাইছেন! কোনও সন্দেহ নেই, বিয়ের পছন্দের উপহার হতে চলেছে একটা বুস্টার শট!? এটাই কি আমাদের নিউ নর্ম্যাল হতে চলেছে?’
এদিকে পোস্টের শুরুতে সাভিয়ো লিখেছেন— ‘দ্য ফিউচার অব ম্যাট্রিমোনিয়ালস’!
এই পোস্টের পর জানান ‘আমি প্রথমে ফেসবুকে পোস্ট দিই। গত তিন-চার দিনে শ্রীলঙ্কা, আমেরিকা থেকেও ফোন পেয়েছি। অনেকেই যোগাযোগ করছেন, তাঁদের কোভিড ডোজ় সম্পূর্ণ হয়েছে, আমার মেয়েকে বিয়ে করতে চান। বেশ ভালো লাগছে।’
কেন হঠাৎ এরকম বিজ্ঞাপন দিলেন? তিনি জানালেন, তিনি একজন ফার্মাসিস্ট, ওষুধের দোকান রয়েছে। করোনা থেকে মুক্তির উপায় গণ-টিকাকরণ। কিন্তু লোকের মনে এখনও ভ্যাকসিন নেওয়া নিয়ে ভয় কাজ করছে। আমার দুই বন্ধুকে কোভিডের কারণে কিছু দিন আগে হারিয়েছি। বার বার ওঁদের বলেছিলাম টিকা নিতে, কিন্তু ওঁরা কথা শোনেননি। তাই ভ্যাকসিন নেওয়ার জন্য প্রচার করছি।’’
তবে এখানে রয়েছে আরও চমক। বিজ্ঞাপনদাতা বাবা জানিয়েছেন, তার মেয়ের বয়ফ্রেন্ড রয়েছে। যার ফলে, পাত্ররা যতই ফোন করুন না কেন, আপাতত কারও সঙ্গেই তিনি মেয়ের বিয়ে দিচ্ছেন না।
দল বেঁধে একদঙ্গল, তারপর হামলা! মিশন একটাই, খাবার জিনিসপত্র, শোবার... Read More
আসন্ন দীপাবলি। সারা দেশ সেজে উঠছে আলোর রোশনাইয়ে। চারিদিকই যেন... Read More
কড়ি বর্গার বিশালাকৃতির বাড়ি আজ ঠেকেছে দু-কামরার ফ্ল্যাটে। শহর থেকে... Read More
ওয়েডিং রিং! এর সঙ্গে যেন নব দম্পতির এক অন্য রকমের... Read More
শহরে এখন চোখ ঘোরালে চারিপাশে শুধুই ইটকাঠের জঙ্গল দেখা যায়।... Read More
আমাদের মা-বাবা কিছু করতে বারণ করলে সেই নিয়ে তুমুল অশান্তি... Read More
মোবাইল এসেছিল প্রয়োজনের তাগিদে। ধীরে ধীরে মোবাইলে একের পর এক... Read More
কম বেশি সব বাড়ির রান্নাঘরে সারাবছরই লাল টুকটুকে টমেটো উপস্থিত... Read More
অপেক্ষার আর এক দিন। তারপরেই রাখি পূর্ণিমা। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি... Read More
একটা সময় ছিল পরিবারে বিয়ের আনন্দ ছিল অন্যরকম, আজ কোনও...
এদেশে সোনাকে স্থিতি এবং ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।...
বিয়েতে তত্ত্ব একটি বিশেষ ভূমিকা রাখে। যেহেতু বর-কনে উভয় পক্ষের...
বিয়ের মরশুম কিন্তু এসেই গিয়েছে। ফেসবুকের নিউজ ফিডে যেন শুধুই...
একটা চশমা বা সানগ্লাস আপনার মুখমণ্ডলে আনতে পারে বিরাট পরিবর্তন।...
বিয়ের সাজে অতিরিক্ত আকর্ষণ কনের হাতে থাকা সুদৃশ্য একখানি ডিজাইন...
শুধু লিভিংরুম নয়, বারান্দা ও শােয়ার ঘরেও কায়দা করে বসার...
জুতো যতই দামি হোক তাকে যখন রাখতে হবে পায়েই, পথের...
যে-কোনো সুন্দর জিনিসই মনের আবহাওয়া বদলে দেয়। আর যদি সেটা...
বাড়িতে পড়ে থাকা কোনও জায়গা আছে? কোনও জায়গার খামতি আছে...