jamdani

কোভিড মুক্ত হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ, ভালো আছেন তিনি

করোনায় একের পর রত্নকে হারিয়েছে বাঙালি, কিছুদিন আগেই আমরা হারিয়েছি অতিপ্রিয় কবি শঙ্খ ঘোষকে। এর মাঝেই গত মাসের শেষের দিকে জানা যায় করোনা আক্রান্ত হয়ে পড়েছেন বর্ষীয়ান সাহিত্যিক বুদ্ধদেব গুহ। চিন্তায় ঘুম উড়েছিল তাঁর গুণমু্দ্ধ পাঠকদের। মাঝে লেখকের মৃত্যুর ভুয়ো খবরও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তবে বুধবার এল মন ভালো করা খবর। ভালো আছেন ‘ঋজুদা’র স্রষ্টা, করোনা যুদ্ধে জয়ী হয়েছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন, তিনি এখন ফুরফুরে মেজাজে রয়েছে, সারাদিন গান শুনছেন। আপতত চিকিত্সকদের পর্যবেক্ষণে হাসপাতালেই ভর্তি তহে খুব শিগরির তাঁকে ছেড়ে দেওয়া হবে।

কয়েকদিন থেকেই আগেই করোনায় আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে প্রথমে এক হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। কিন্তু শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৮৬ বছর বয়সী সাহিত্যিককে।

‘জঙ্গলমহল’ তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘বাবলি’-র মতো উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের। তাঁর রচিত চরিত্র ‘ঋজুদা’ জায়গা করে নিয়েছে বাঙালির মননে। বুদ্ধদেব গুহ-র করোনা মুক্তির খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলেই।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes