jamdani

কোভিডে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়

গায়ে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাইপসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। হাসপাতাল সূত্রের খবর, ব্হস্পতিবার তাঁর শারীরিক পরিস্থিতি অবনতি হলেও বর্তমানে তা স্থিতিশীল। করোনার উপসর্গ থাকায় অভিনেত্রীকে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। উপসর্গ মেনেই চলছে প্রয়োজনীয় চিকিৎসা।

রাজেন তরফদারের ‘অন্তরীক্ষ’ তাঁর প্রথম ছবি। এছাড়াও ‘গঙ্গা’, ‘মায়ামৃগ’, ‘পলাতক’, ‘বাঘিনী’, ‘আরোগ্য নিকেতন’, ‘ঠগিনী’-র মতো ছবিতে তাঁর অভিনয় চিরস্মরণীয়। ‘বাবা তারকনাথ’ অভিনেত্রীকে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল।এক কথায় বলতে গেলে দর্শকদের কাছে তিনি ছিলেন ‘পাশের বাড়ির মেয়ে’।

৫০-এর দশকে অভিনয়ের জগতে পা রাখেন সন্ধ্যা রায়। সেই জনপ্রিয়তার জোরেই ২০১৪-য় তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী প্রার্থী মনোনীত হন। বিপুল ভোটে জিতে অভিনেত্রী লোকসভার সাংসদ হন। যদিও শারীরিক অসুস্থতার কারণে চলতি বছরের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে আর দাঁড়াননি সন্ধ্যা রায়।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes