jamdani

কোনওরকম কাট ছাড়াই সেন্সর বোর্ডে ছাড়পত্র ‘রাধে’র

প্রকাশিত হল ‘রাধে’র পোস্টার। ফ্যানরা দিন গুনছে কবে রিলিজ করবে ‘রাধে’। তবে সমস্ত উত্তেজনা থামিয়ে আর কিছুদিনের মধ্যে পর্দা দাপিয়ে বেড়াবে ‘ভাইজান’। আপাতত সলমন খানের ‘রাধে’ নিয়ে সবার মধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে।

কিছুদিন আগেই এক সাংবাদিক সম্মেলনে সলমন খান জানিয়েছিলেন ঈদে রিলিজ করবে বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে’। আর সলমন খানের সিনেমা মানেই হল মালিকদের অনেক লাভ। লকডাউনের পর ফের আশায় বুক বাঁধছেন সিনেমা হলের মালিকরা।

সলমন খান অভিনীত ‘রাধে’র পোস্টার রিলিজ হওয়ার পরই ভক্তদের মধ্যে কৌতূহল বাড়তে থাকে। নিয়ম মেনেই হবে ট্রেলার লঞ্চও। রাধে’র প্রযোজনা সংস্থা কিছুদিন আগেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনে পাঠিয়েছিল ট্রেলারটি। সিবিএফসি কোনো রকম কাট ছাড়াই ছাড়পত্র দিয়েছে ‘রাধে’কে। খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে রাধে’র ট্রেলার।

বলি মহলে খবর রাধে সিনেমাটি সাউথ কোরিয়ান ছবি ‘দ্য আউটল’স-এর রিমেক ভার্সন। এই সিনেমায় সলমন খানের বিপরীতে দেখা যাবে দিশা পাটানি, সোহেল খান, অতুল অগ্নিহোত্রীকে। ছবির পরিচালক প্রভু দেবা।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes