jamdani

কেরিয়ার গড়ে তুলুন বিউটি থেরাপি ইন্ডাস্ট্রিতে

অপরিহার্য ক্ষেত্রগুলির মধ্যে বিউটি থেরাপি ইন্ডাস্ট্রি হল অন্যতম। ভবিষ্যতে এমন কোনও সময় আসবে না যে মানুষ চাইবে তাদের খারাপ দেখতে লাগুক। অর্থাৎ মানুষ সবসময়ই চাইবে তাদেরকে যেন সুন্দর দেখতে লাগে। সময়ের সাথে সাথে শুধু এই ইন্ডাস্ট্রি এবং এই ইন্ডাস্ট্রি সংক্রান্ত বিভিন্ন উপাদানগুলি আরও উন্নত হবে। আর সে কারণেই কোনও ডেডিকেটেড মানুষ যদি এই প্রফেশনটিকে কেরিয়ার হিসেবে বেছে নেয় তাহলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না।

সাধারণ নেইল আর্ট থেকে শুরু করে জটিল ফেসিয়াল ট্রিটমেন্ট এবং স্কিনকেয়ারের নানান খুটিনাটি বিষয়ে আপনি ব্যবহার করতে পারেন আপনার ক্রিয়েটিভিটি। করতে পারেন নানান এক্সপেরিমেন্ট। কলকাতা শহরেই বিভিন্ন সংস্থা আছে যেখানে রিজনেবল মূল্যে করে ফেলতে পারেন বিউটি থেরাপির নানান কোর্স। আর খুলে ফেলতে পারেন নিজের পার্লার বা জয়েন করতে পারেন নামী স্যালোনে। আর বিশেষ করে এই অতিমারী পরিস্থিতিতে যখন প্রায়ই চলছে লকডাউন, তখন এই কোর্স করে বাড়ি বাড়ি গিয়ে অনায়াসেই প্রোভাইড করতে পারেন বিউটি সার্ভিস।

 কেন বিউটি থেরাপিস্ট একটি ভাল কেরিয়ার

  • যে পেশার সঙ্গে ক্রিয়েটিভিটি জড়িয়ে আছে এমন পেশা যে খুব বোরিং হবে না তা না বললেও চলে। আপনি কখনই শুনবেন না এই পেশাটি খুব মোনোটোনাস। সবসময় আপনি আপনার বিউটি সেন্স ব্যবহার করে বিভিন্ন স্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন যার জন্য আপনি রিওয়ার্ডেডও হতে পারেন। আসলে বিভিন্ন পেশার মধ্যে এটি সেই ধরণের পেশা যেখানে আপনি জব স্যাটিসফেকশন খুঁজে পাবেন।
  • আপনার হাতের জাদুতে যখন কোনও ব্যক্তি সুন্দর হয়ে উঠবে, যখন কোনও ব্যক্তি ফিরে পাবে তার হারানো কনফিডেন্স, বিশ্বাস করুন অসম্ভব স্যাটিসফেকশন কাজ করবে আপনার নিজের মধ্যে। শুধু সৌন্দর্য নয়, আপনার কারণে বদলে যাবে ব্যক্তত্ব।
  • এই পেশায় আপনি সেলফ এমপ্লয়েড হবেন নাকি অন্য কোথাও চাকুরি করবেন সে সিদ্ধান্ত একান্ত আপনার। আপনি যদি একদম নবিশ হন এই পেশায় তাহলে হাত পাকানোর জন্য কোনও সংস্থায় জয়েন করাই বেটার। আর আপনার যদি নিজের ওপর কনফিডেন্স থাকে তাহলে নিজের পার্লার খুলে নিতে পারেন।
  • এই পেশায় আপনি কোন সময়ে কাজ করবেন আর কতক্ষণ কাজ করবেন তা নির্ধারণ করবেন আপনি নিজে। এই পেশায় যুক্ত থেকেও আপনি অন্য কাজও করতে পারেন অনায়াসে।
  • এছাড়াও এই পেশা আপনাকের সুযোগ করে দেবে টিভি সিরিয়াল, সিনেমা অথবা অ্যাড ফিল্মে কাজ করার।

এটা খুবই  স্পষ্ট যে বিউটি থেরাপিস্টদের মার্কেটে যথেষ্ট চাহিদা রয়েছে এবং এই চাহিদা দিন দিন বাড়বে বই কমবে না। এটি এমন একটি ক্ষেত্র যা প্রচুর আয় এবং সেলফ স্যাটিসফেকশন নিশ্চিত করে। এখনই একটি ঠিকঠাক বিউটি পার্লার কোর্সে ভর্তি হন এবং আপনার স্বপ্নগুলির বাস্তব রূপ দিন।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes