jamdani

কেন অভিনয় ছেড়ে দেওয়ার কথা বললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি!

এক রকমের চরিত্রে অভিনয় করতে করতে একঘেয়েমি চলে এলে, দু’বছরের মধ্যে অভিনয় ছেড়ে দেবো। এমনটাই বললেন বলি তারকা নওয়াজ উদ্দিন সিদ্দিকি। তার সঙ্গে এটাও বললেন যে, একটা দু’টো সিনেমা হিট করলেই অভিনেতা হওয়া যায় না। বরং বিভিন্ন চরিত্রে অভিনয় করলেই আসল অভিনেতার পরিচয় পাওয়া যায়।

নওয়াজকে চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই দেখেছি। যার প্রতিটা কাজ মানুষের মনে গেঁথে যায়। যাকে একবার দেখেও বারবার দেখা যায়। এদিন এক সাক্ষাৎকারে নওয়াজ নতুন অভিনেতা, অভিনেত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘একটা ম্যাচে সেঞ্চুরি করলে, পরের ম্যাচগুলিতে মন দিয়ে খেলা উচিৎ।একটা দুটো সিনেমা হিট করলেই ভালো অভিনেতা হওয়া যা না’। সব সিনেমাতেই মন দিয়ে কাজ করা উচিৎ। অভিনেতা হয়ে উঠতে গেলে প্রতি চরিত্র বেছে নিতে হবে। যা বেশ গুরুত্বপূর্ণ’।

নওয়াজ উদ্দিনের পছন্দ জটিল চরিত্রে অভিনয়। চরিত্রের সঙ্গে মানানসই না হলে তিনি অভিনয় করেন না। এমনকি সিনেমার কাহিনি ভাল না হলেও তিনি পরিচালককে না করে দেন। আর নওয়াজ উদ্দিন মানেই এক বাঁধ ভাঙা উচ্ছাস। এমনকি পার্শ্বচরিত্রে অভিনয় করলেও তাঁর অভিনয় বরাবরই আলাদা। ওটিটি প্লাটফর্মেও নজর কেড়েছেন সবার। এখন নওয়াজ ব্যস্ত আছেন ‘সঙ্গীন’ সিনেমার শুটিং নিয়ে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes