jamdani

কেন্দ্রকে সিনেমা হল খোলার আর্জি জানালেন দেব

বর্তমান সময়ে ভীষন সঙ্কটে সিনেমাহলগুলি। মাসের পর মাস ক্ষতির সম্মুখীন হল মালিকরা। সিনেমা হলের কর্মীরা ও এর সঙ্গে জড়িয়ে থাকা মানুষের রোজগার বন্ধের মুখে। এদিকে সিনেমা হল খোলার তেমন সম্ভাবনা পর্যন্ত দেখা যাচ্ছে না। কী হবে অদূর ভবিষ্যৎ? আনলক ফোরের গাইডলাইনেও জানানো হলো না কিছু।

সাংসদ এবং অভিনেতা তাই কেন্দ্রের কাছে জানালেন আর্জি, ‘কেন্দ্র সরকারের কাছে সিনেমা হলগুলি খোলার আবেদন জানাচ্ছি। সিনেমা হলগুলির উপর বহু পরিবারের রোজগার নির্ভর করে থাকে। মাননীয় প্রকাশ জাভড়েকরকে আবার বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি।’

জুলাই মাসের শেষে শোনা গিয়েছিল, আনলক ফোরে সিনেমা হল খুলতে পারে। তবে রেল-মেট্রো চালু হওয়ার কথা হলেও সিনেমা হল খোলার কোনও আশা দেখা যাচ্ছে না আপাতত। জুলাই মাসে কেন্দ্রের কাছে সুরক্ষাবিধি নিয়ে একগুচ্ছ প্রস্তাবও দিয়েছিল মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। কিন্তু এই নিয়ে একটিও কথা বলা হয়নি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে।

মার্চ  মাসের শেষ থেকে বন্ধ সিনেমা হল। কাজ নেই বহু মানুষের। অর্থাভাবে ভুগছেন হলের কর্মচারীরা।একের পর এক সিনেমা রিলিজ হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। এই পরিস্থিতিতে সিনেমা হল না খুললে, ইন্ডাস্ট্রির বেশ বড় অংশ ক্ষতির সম্মুখীন হবে। এই সম্ভাবনা থেকেই সরকারকে আর্জি জানিয়েছেন দেব।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes