jamdani

কৃষ্ণবর্ণাদের ত্বক পরিচর্যা

নিয়মিত ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করা দরকার যে কোনও মানুষের। ত্বক পরিচর্যার এটিই প্রথম ধাপ, কৃষ্ণবর্ণাদের ক্ষেত্রেও এটি একই রকম।

ক্লেনজিং

  • সুস্থ সুন্দর ত্বক হলে কৃষ্ণবর্ণারাও হয়ে উঠবেন অপরূপা। এর জন্য প্রথমেই দরকার ত্বক যথাযথ পরিষ্কার রাখা। পরিবেশের ধুলাে, বালি, ত্বকের ঘাম, তেল সব মিলিয়ে ত্বকের ছিদ্রগুলি বন্ধ করে দেয়। এর ফলে ত্বক মলিন ও বিবর্ণ হয়ে যায়।
  • সাধারণ সাবান ব্যবহার করা উচিত নয়। ক্ষার ও কেমিক্যাল ত্বকের ক্ষতি করে। অ্যারােমেটিক ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন।
  • কাঁচা দুধে তুলাে ভিজিয়ে মুখ, গলা, ঘাড় এবং শরীরের অনাবৃত অংশ পরিষ্কার করে নিতে পারেন। পরে ঠান্ডা জলের ঝাপটায় ধুয়ে ফেলতে হবে।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes