jamdani

কুমিরের উপর চড়েছেন এক ব্যক্তি! ভাইরাল ছবিতে ক্ষোভ!

অনেক সময় বলে, জলে বাস করে কুমিরের সঙ্গে ঝগড়া করা উচিত নয়! তার কারণ কুমিরের হিংস্র স্বভাব। তবে, শুধু জলের মধ্যেই নয়, ডাঙাতেও কিন্তু কুমির যথেষ্ট বিপজ্জনক! তার নাগালের মধ্যে পেলে সে যে শিকারকে পর্যুদস্ত করতে ছাড়ে না, তার প্রমাণ সবসময়ই মেলে বিশ্ব থেকেই! কিন্তু এবার ঘটল অন্য ঘটনা। কুমিরকেই নাকাল করার এক ঘটনা উঠে এল প্রকাশ্যে!
এক ব্যক্তি সার্ফবোর্ডের মতো কুমীরের উপরে উঠে দাঁড়িয়েছেন। আর ভাইরাল এই ছবিটি নিয়ে রীতিমতো অনেকেই সোশ্যাল মিডিয়ায় উগড়ে দিয়েছেন তাঁদের ক্ষোভ। সরীসৃপ কিংবা যে কোনও বন্য প্রাণীদের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। অনেকে আবার ছবিটির প্রশংসাও করেছেন।
ছবিটিতে দেখা যাচ্ছে অগভীর জলে ডুবে থাকা একটি কুমিরের উপরে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে। কর্মসূত্রে ফটোগ্রাফার ওই ব্যক্তিকে অস্ট্রেলিয়ার এক অজ্ঞাত স্থানে সার্ফবোর্ডের মতো কুমিরের পিঠে উঠে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।

সোশ্যাল মিডিয়া জুড়ে Reddit-এই ছবিটি প্রথম শেয়ার করে। এরপর ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে। যদিও ক্ষোভ ছড়িয়ে পড়লে মুছে ফেলা হয়। তবে এই ব্যপারে লোকটির সমালোচনা করেছেন অনেকেই এবং সরীসৃপদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু মজার বিষয় হল, এমন অনেক ব্যবহারকারীও রয়েছেন যাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিকে সমর্থন করেছেন।
বন্যপ্রাণী সংক্রান্ত বিষয়ের জন্যই প্রায় প্রত্যেক সপ্তাহে আন্তর্জাতিক শিরোনামে আসে অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, এই দেশে সরীসৃপ সম্পর্কিত ঘটনা এতটাই বেশি হয় যে, এখন আর কোনও প্রতিবেদনই মানুষকে অবাক করে না। অস্ট্রেলিয়ায় কারও উঠোনে দেখা দেওয়া কোনও কুমিরের ছবি আজকাল অনেকটাই স্বাভাবিক বলে মনে হয়। তবে বাঘ, সিংহ নিয়ে অনেকেই খেলা করে, তাই বলে জলের মধ্যেই কুমিরের সঙ্গে পাঙ্গা, এটা বোধহয় আনকমন অনেকটাই!

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes