jamdani

কিশোরীদের চুলের পরিচর্যা করবেন কীভাবে

আমাদের কন্যারা চুলকে প্রায়ই অযত্ন করেন। ভাল করে চুল আঁচড়ায় না, চুলে তেল দেয় না। অথচ চুলের সৌন্দর্য যত্নই প্রধান উপায়। কিন্তু তাদের স্কুলের পড়ার সময় আমরা অনেকেই সেটিকে নিয়ে অত ভাবিত থাকি না। এই যত্নের অভাব চুলে পড়তে বাধ্য। তাই যত্নের কয়েকটি উপায় জেনে নিন। আজ যদি কোনও মেয়েকে ঘন-কালো চুলের অধিকারিণী হিসেবে দেখতে পারেন তবে জানবেন এর পেছনে কিন্তু লুকিয়ে আছে তার মায়ের অবদান। চুলকে ঘন কালো করার কয়েকটি উপায় জেনে নিন।

  • সবসময় চুল পরিষ্কার রাখা জরুরি। কিন্তু তা বলে প্রতিবার স্নানের সময় শ্যাম্পুর ব্যবহার করবেন না। সপ্তাহে তিনদিন অবশ্যই শ্যাম্পু করতে হবে। অতিরিক্ত শ্যাম্পুর ব্যবহারে চুলের অতিরিক্ত তেল চলে যায় এবং চুল সহজে বাড়তে চায় না। তাই একদিন অন্তর চুলে শ্যাম্পু করতে হবে।
  • চুল আঁচড়ানোর সময় চুলে টান দিয়ে, চুলের জট একটানে ছাড়িয়ে ফেলার মতো ভুল করবেন না। এতে চুলের গোড়া নরম হয়, চুল পড়ে যায় এবং চুল ভেঙে যায়। তাই মোটা দাঁড়া চিরুনি দিয়ে চুল আঁচড়ান।
  • মাঝেমাঝে চুল এক ইঞ্চি কাটুন। ৬-২০ সপ্তাহ পর পর অন্তত ১ ইঞ্চি চুল কাটা খুব জরুরি। এতে চুলের ডগা ফাটবে না ও চুল বাড়তে সাহায্য করবে।
  • রাতে মাথায় আমন্ড তেল মাসাজ করুন। সকালে উঠে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত করলে চুল সিল্কি হয়।
  • শিকাকাই পাউডার, আমলা পাউডার, দই ও হেনা পাউডার মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন দু’ঘন্টা। এটি সপ্তাহে একদিন করলে ভাল ফল পাবেন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes