jamdani

কিউয়ি টুইস্টার 

গরমকালে বিভিন্ন ধরনের পানীয়ের চাহিদা বেশি থাকে। আমরা প্রায়ই রেস্টুরেন্টের বিভিন্ন ফ্লেভারের লাস্যি খেয়ে থাকি। আপনি চাইলে বাড়িতেই তৈরি করতে পারেন এসব লাস্যি। যার মধ্যে অন্যতম কিউয়ি টুইস্টার। এবার তাহলে দেরি কেন, বাড়িতেই বানিয়ে নিন এই পানীয়টা। আর ঘরে বসেই আনন্দ নিন রেস্টুরেন্টের ফ্লেভারে কিউয়ি টুইস্টার।

উপকরণঃ

  • কিউয়ি ক্রাশ – ৫০মিলি
  • লেবুর রস – ২০মিলি
  • আইস কিউব – ১/২কাপ
  • স্প্রাইট – ৬০মিলি
  • সোডা – ৪০মিলি

পদ্ধতিঃ

  • পিল্সনার গ্লাস নিন।
  • আইস কিউব দিয়ে অর্ধেক গ্লাস ভরে নিন।
  • তার পর কিউয়ি ক্রাশ আর লেবুর রস ঢালুন।
  • উপর থেকে স্প্রাইট আর সোডা ঢেলে ভালো করে নেড়ে নিন।
  • সাজানোর জন্য এক টুকরো তাজা কিউয়ি ব্যবহার করুন।

 

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes