উত্তর কলকাতার কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরির কাছে অবস্থিত দু’টি মন্দির। একটি কাশীপুর চিত্তেশ্বরী দুর্গা এবং অন্যটি কাশীপুর সর্বমঙ্গলা। এই সর্বমঙ্গলা মন্দিরের এক আশ্চর্য আখ্যান আছে। মন্দিরের দরজা অতিক্রম করে নাটমন্দিরের দেওয়ালে প্রস্তরফলকে খােদাই করে লেখা আছে সেই কাহিনির মূল কথাটুকু। ‘যাঁহার গান শুনিবার জন্য ব্রহ্মময়ী মা সর্বমঙ্গলা দক্ষিণ হইতে পশ্চিমমুখী হইয়া তাহাকে দেখা দিয়াছিলেন হালিশহরের সেই ব্রহ্মবিদ রামপ্রসাদকে স্মরণ করি’– এই লাইন কয়েকটিই লেখা আছে সেখানে। মা সর্বমঙ্গলার প্রতিষ্ঠা করেছিলেন রামশরণ সিমলাই। নিমকাঠে তৈরি সর্বমঙ্গলা দেবীর বাহন সাদা সিংহ। দেবীর রং রক্তবর্ণ। পুরােপুরি লাল না বলে লাল ও খয়েরির মিশ্রণ বলা যেতে পারে। বাঁদিকে এক হাতে খড়গ, অন্য হাতে কমন্ডলু, ডানদিকে দুই হাতে বরাভয় ও অভয় মুদ্রা। দুই চোখে যেন রুদ্রাণী রূপ। পায়ের নীচে মহিষাসুরের মুন্ড।। এবার আসা যাক সেই কাহিনিতে যার সঙ্গে জড়িয়ে আছেন সর্বকালের প্রণম্য সাধক রামপ্রসাদ। সাধক রামপ্রসাদ সেন সেবার নৌকায় চেপে গঙ্গার ওপর দিয়ে যাচ্ছেন। কণ্ঠে তাঁর সর্বক্ষণের সঙ্গী মায়ের নামগান। তিনি খােলা গলায় গাইছেন, ‘মা তারিণী শঙ্কর বৈরাগী তাের নাং…’ গানের সুর ও বাণী ভেসে চলল গঙ্গাতীরবর্তী সর্বমঙ্গলা মন্দিরের দিকে। দেবী শুনলেন সেই অপরূপ ভাবমিশ্রিত গান।
কিন্তু দেবী আরও ভাল করে সেই গান স্পষ্ট শুনতে চান। ঘটল এক অলৌকিক কাণ্ড। মন্দির শুদ্ধ দেবীর মুখ পশ্চিমদিকে ঘুরে গেল। রামপ্রসাদ এই ঘটনায় ভীত হয়ে পড়লেন। তা হলে কি তাঁর গাওয়া গান শুনে দেবী বিমুখ হলেন? নাকি গানের কথায় কোনও ত্রুটি আছে বলে তিনি বিরূপ? অনেক ভেবে তিনি গানের কথা সংশােধন করে গাইলেন ‘মা তারিণী শঙ্কর বৈরাগী তােমার নাম…’রামপ্রসাদ গেয়ে চলেছেন ভাবের ঘােরে। কিন্তু তার বিস্ময়ের বাকি ছিল আরও। ভেসে এল দেবীর বাণী ‘প্রসাদ, আগের গানটাই গা।’ রামপ্রসাদ চমকে উঠলেন। তার গান শুনে দেবী কি জীবন্ত হয়ে উঠলেন? বরাভয় তিনি তখন নিশ্চিন্তে গেয়ে উঠলেন পূর্বেকার সেই পদ, যেখানে ‘নাম’ শব্দটির পরিবর্তে ছিল ‘নাং’ শব্দটি। সেই থেকে সর্বমঙ্গলার মুখ ফেরানাে পশ্চিমে গঙ্গার দিকে। দেবী চিত্রেশ্বরী দুর্গার মুখ দক্ষিণে দেখা গেলেও মা সর্বমঙ্গলা আজও যেন পশ্চিমে কান পেতে রয়েছেন, আবারও যদি নতুন যুগের কোনও সুরসাধক গঙ্গা বেয়ে যাওয়ার পথে তাকে শুনিয়ে যান প্রাণের ভাষায় গাওয়া পরম নিবেদনের গান!
সন্দীপ মুখোপাধ্যায় - “নাম কী? থাকো কোথায়? কোন ক্লাস অবধি... Read More
লিপস্টিক আমার কাছে লিপস্টিক নয়। লিপস্টিক আমার কাছে প্রতীক। রং...
আমরা সবাই জানি যে ত্রিদেব বলতে ব্রহ্মাণ্ডের তিন প্রধান স্তম্ভকে...
নাতাশা স্নান সেরে এসছে। সারাটা ঘরই এখন গন্ধস্নান করছে। একই...
পুলিশের উর্দিটা তখনও গা থেকে খুলিনি, সুসময়ী বলল, “তােমার জন্য...
শাে তখন জমে উঠেছে। শীতের সন্ধে। গায়ে ছিল হালকা জ্যাকেট।...
এদেশে সোনাকে স্থিতি এবং ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।...
চা আর প্রজাপতি বিস্কুট। খাবার মধ্যে এই। কিন্তু কথা ছিল...
রিশপের ছবিগুলাে সব ফেসবুকে আপলােড করার পর কম্পিউটারের সামনে থেকে...
সকাল বেলাটা আজকাল বিজনের বেশ সমস্যার। থিতু হয়ে প্রভাত উপভােগ...
লােকে ‘ব্যোমকেশ’ নামে ডাকেন। নতুন নামকরণ হয়েছে ‘সােনা দা। এদিকে...