jamdani

কাপুর পরিবারে দুঃসংবাদ! প্রয়াত অভিনেতা রাজীব কাপুর

কাপুর পরিবারে ফের নেমে এলো শোকের ছায়া। মারা গেলেন ঋষি কাপুর ও রণধীর কাপুরের ছোট ভাই তথা অভিনেতা রাজীব কাপুর। সূত্রের খবর অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়েই এদিন রাজীবের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে ভাই রাজীবকে দ্রুত মুম্বইয়ের ইনল্যাংক হাসপাতালে নিয়ে যান রণধীর কাপুর। ভাইয়ের শারীরিক পরিস্থিতির খবর পাওয়ার পরেই আর দেরি করেননি দাদা রণধীর কাপুর। তাড়াতাড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা রাজীব কাপুরকে মৃত বলে ঘোষণা করেন। এই সংবাদ পাওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে কাপুর পরিবার ও বলিউডে।

এদিন ভাই রাজীবের প্রয়াণের খবর নিশ্চিত করেন রণধীর কাপুর। শোকস্তব্ধ বর্ষীয়ান বলিউড অভিনেতা জানান, ‘আমার ছোট ভাইকে হারালাম। ডাক্তাররা অনেক চেষ্টা করলেন। কিন্তু পারলেন না।’  ‘রাম তেরি গঙ্গা মেইলি’, ‘এক জান হ্যায় হাম’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন রাজীব কাপুর। গত বছর ঋষিকাপুরের প্রয়াণের পর এ-বছর রাজীবের মৃত্যু।

ইনস্টাগ্রামে রাজীবের প্রয়াণের খবর জানিয়েছেন নীতু কাপুরও। ঋষি কাপুরের মৃত্যুর ধাক্কা এখনও ঠিকভাবে কাটিয়ে উঠতে পারেনি কাপুর পরিবার। আর তার একবছরও ঘুরতে না ঘুরতেই মাস খানেকের মধ্যে এবার পরিবারের আরেক সদস্য চলে যাওয়ায় শোকে মুহ্যমান বলিউডের কাপুর পরিবার।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes