jamdani

কর্মাসে স্নাতকোত্তরদের মিলবে ব্যাংকে মােটা মাইনের চাকরি, ১০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করুন

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট, ম্যানেজার ক্রেডিট, ম্যানেজার সিকিউরিটি, ম্যানেজার ফোরেক্স, ম্যানেজার লিগাল, ম্যানেজার ডিলার, ম্যানেজার রিস্ক। ম্যানেজমেন্ট এবং সিনিয়র ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট পদে কর্মী নিয়ােগের বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান ব্যাংক। আগ্রহী প্রার্থীরা তাড়াতাড়ি করুন। কারণ আগামী ১০ ফেব্রুয়ারির আবেদন জমা করার শেষ দিন।।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট: শূন্যপদ- ৮৫টি। শিক্ষাগত যােগ্যতা- বিজনেস, ম্যানেজমেন্ট, ফিনান্স, ব্যাংকিংয়ে স্নাতকোত্তর। অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। বয়সসীমা- ২৫ থেকে ৩৫ বছর ১ জুলাই, ২০১৯ তারিখের নিরিখে। বেতন- ২৩ হাজার থেকে ৪২ হাজারের মধ্যে।

ম্যানেজার ক্রেডিট: শূন্যপদ- ১৫ টি। শিক্ষাগত যােগ্যতা- বিজনেস, ম্যানেজমেন্ট, ফিনান্স, ব্যাংকিংয়ে স্নাতকোত্তর। সঙ্গে ৫ বছর এই কাজের অভিজ্ঞতা বাঞ্ছনীয়। বয়সসীমা- ২৫ থেকে ৩৫ বছর ১ জুলাই, ২০১৯ তারিখের নিরিখে। বেতন- ৩১ হাজার থেকে প্রায় ৪৬ হাজার টাকা।

ম্যানেজার সিকিউরিটি: শূন্যপদ- ১৫ টি। শিক্ষাগত যােগ্যতা- বিজনেস, ম্যানেজমেন্ট, ফিনান্স, ব্যাংকিংয়ে স্নাতকোত্তর। সঙ্গে ৫ বছর এই কাজের অভিজ্ঞতা বাঞ্ছনীয়। বয়সসীমা- ২৫ থেকে ৩৫ বছর ১ জুলাই, ২০১৯ তারিখের নিরিখে। বেতন- ৩১ হাজার থেকে প্রায় ৪৬ হাজার টাকা।

ম্যানেজার ফোরেক্স: শূন্যপদ- ১০ টি শিক্ষাগত যােগ্যতা- বিজনেস, ম্যানেজমেন্ট, ফিনান্স, ব্যাংকিংয়ে স্নাতকোত্তর। অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সঙ্গে ৩ বছর এই কাজের অভিজ্ঞতা বাঞ্ছনীয়। বয়সসীমা- ২৫ থেকে ৩৫ বছর ১ জুলাই, ২০১৯ তারিখের নিরিখে। বেতন- ৩১ হাজার থেকে প্রায় ৪৬ হাজার টাকা।

ম্যানেজার লিগাল: শূন্যপদ- ২ টি। শিক্ষাগত যােগ্যতা- এলএলবি ডিগ্রি এবং বার কাউন্সিলের সদস্য হলে এই পদে আবেদন করা যেতে পারে। সঙ্গে ৩ বছর এই কাজের অভিজ্ঞতা বাঞ্ছনীয়। বয়সসীমা- ২৫ থেকে ৩৫ বছর ১ জুলাই, ২০১৯ তারিখের নিরিখে। বেতন- ৩১ হাজার থেকে প্রায় ৪৬ হাজার টাকা।

ম্যানেজার ডিলার: শূন্যপদ- ৫ টি। শিক্ষাগত যােগ্যতা- বিজনেস, ম্যানেজমেন্ট, ফিনান্স, ব্যাংকিংয়ে স্নাতকোত্তর। অথবা চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। সঙ্গে ৩ বছর এই কাজের অভিজ্ঞতা বাঞ্ছনীয় । বয়সসীমা- ২৫ থেকে ৩৫ বছর ১ জুলাই, ২০১৯ তারিখের নিরিখে। বেতন- ৩১ হাজার থেকে প্রায় ৪৬ হাজার টাকা।

ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট: শূন্যপদ- ৫ টি। শিক্ষাগত যােগ্যতা- বিজনেস, ম্যানেজমেন্ট, ফিনান্স, ব্যাংকিংয়ে স্নাতকোত্তর। অথবা চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। সঙ্গে ১ বছর এই কাজের অভিজ্ঞতা বাঞ্ছনীয়। বয়সসীমা- ২৫ থেকে ৩৫ বছর ১ জুলাই, ২০১৯ তারিখের নিরিখে। বেতন- ৩১ হাজার থেকে প্রায় ৪৬ হাজার টাকা।

সিনিয়র ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট: শূন্যপদ- ১ টি। শিক্ষাগত যােগ্যতা- বিজনেস, ম্যানেজমেন্ট, ফিনান্স, ব্যাংকিংয়ে স্নাতকোত্তর। সঙ্গে ১ বছর এই কাজের অভিজ্ঞতা বাঞ্ছনীয়। বয়সসীমা- ২৫ থেকে ৩৫ বছর ১ জুলাই, ২০১৯ তারিখের নিরিখে। বেতন- ৪২ হাজার থেকে প্রায় ৫১ হাজার টাকা। কীভাবে আবেদন করবেন

WWW.indianbank.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন। করতে হবে। জেনারেলদের জন্য ফি ৬০০ টাকা এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের ১০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes