jamdani

করোনা রোগীদের জন্য আইসোলেশন সেন্টার বানালেন নিজের অফিসকেই!

একদিকে তিনি বড়ো পর্দার অভিনেতা। অন্যদিকে সাংসদ। অভিনয় জগত এবং রাজনৈতিক মহলে নিজেকে সমানভাবে সুপ্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি দাঁড়িয়েছেন মানুষের পাশেও। এবার আরও একবার এগিয়ে এলেন অসহায় মানুষদের সাহায্য করতে। নিজের অফিসকেই আইসোলেশন সেন্টারে পরিণত করলেন অভিনেতা, সাংসদ দেব অধিকারী।

বর্তমানে করোনা পরিস্থিতিতে দেশ জুড়ে মহামারী পর্যায়। আমাদের রাজ্যেও তাঁর ব্যতিক্রম নয়। এই অবস্থায় দেব সকলকে সচেতন করে তোলার পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অসুস্থ মানুষদের দিকেও। সকলকে বলছেন সচেতন থাকতে, স্বাস্থ্যবিধি মেনে চলতে। নিজের রেস্তরাঁ টলি টেলস থেকে বিনামূল্যে করোনা আক্রান্তদের খাবার পাঠানোর ব্যবস্থা করেছিলেন সুপারস্টার । সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে চুঁচুড়ার ছোট্ট মেয়ে তিতলির বাবা’র সাহায্যার্থে এগিয়ে এসেছিলেন কয়েকদিন আগেই। এমনকি হাসপাতালের বেড থেকে অক্সিজেনের ব্যবস্থা করা, সব কিছুতেই তিনি পাশে দাঁড়িয়েছেন মানুষের।

নিজের সাংসদ এলাকায় করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন সাংসদ দেব৷ ঘাটাল এবং দাসপুর এলাকার যে বাসিন্দারা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, তাঁদের পরিবারের সদস্যদের প্রতিদিন খাওয়ানোর ব্যবস্থা করেছেন দেব৷  এর সঙ্গে সঙ্গে যে করোনা আক্রান্তরা হোম আইসোলেশনে রয়েছেন, তাঁদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে৷ এমনকি  এবার ঘাটালে তাঁর অফিসকে রূপান্তরিত করলেন আইসোলেশন সেন্টারে। এই সেন্টারে যে কোনও করোনা রোগী থাকতে পারবেন। পাবেন অক্সিজেনের ব্যবস্থাও। অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন দেব। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর শেয়ার করেছেন তারকা সাংসদ। লিখেছেন, কোনও করোনা রোগীকে আইসোলেশনে রাখতে চাইলে যেন অবশ্যই তাঁর টিমের সঙ্গে যোগাযোগ করা হয়।

বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে৷ এই অতিমারী পরিস্থিতিতে যে ভাবে নিঃস্বার্থ ভাবে, রাজনীতির গণ্ডি পেরিয়ে তিনি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, সেটি সত্যিই শিক্ষনীয়।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes