jamdani

করোনায় ঘায়েল সানি দেওল

করোনায় ঘায়েল বলিউডের দাপুটে অভিনেতা তথা গুরুদাসপুরের বিজেপি সাংসদ ৬৪ বছরের সানি দেওল। মঙ্গলবার কোভিড পজেটিভের খবর প্রকাশ্য এনেছিলেন হিমাচল প্রদেশের স্বাস্থ্যসচিব অমিতাভ অবস্তি। এরপর বুধবার সকালে অভিনেতা তথা সাংসদ নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান তিনি কোভিড পজিটিভ । আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে হোম আইসোলেশনেই রয়েছেন তিনি। তবে তাঁর কভিড পজেটিভের  কোনও উপসর্গ নেই বলেই সূত্রের খবর।  আপাতত সুস্থ রয়েছেন বলেও অনুরাগীদের আশ্বস্ত করেছেন সানি।

এছাড়া, গত কয়েক দিনে যে বা যাঁরা, তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা প্রত্যেকেই যেন আইসোলেশনে থাকেন, সেই পরামর্শও দিয়েছেন অভিনেতা।  বর্তমানে বেশ কয়েকদিন ধরেই হিমাচল প্রদেশের কুলুতে একটি বাগান বাড়িতে রয়েছেন বলিউড এই তারকা। হিমাচল প্রদেশের স্বাস্থ্যসচিব অমিতাভ অবস্তি খোদ নিজেই একথা ঘোষণে করেছেন। সম্প্রতি কাঁধে অস্ত্রপোচার হয় এই অভিনেতা। তাই কুলুর বাগান বাড়িতে যান। সেখানেই আপাতত আছেন তিনি।

তবে ৩ ডিসেম্বর মুম্বাই এর উদ্দেশ্যে রওনা হওয়া কথা ছিল তাঁর। তাই ফেরার আগে করোনা পরীক্ষা করান  বলিউড অভিনেতা সানি দেওল। তখনই তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে।  প্রসঙ্গত, সম্প্রতি বড় পর্দায় আসতে চলেছে “আপনে টু”। আর এই ছবিতেই তিন প্রজন্মকে দেখা যাবে একসঙ্গে। ২০২১ শে মার্চ মাস থেকে শুরু হতে চলেছে  এর শুটিং-এর কাজ। সেখানেই একই স্ক্রিনে দেখা যাবে ধর্মেন্দ্র, সানি, ববি ও সানি পুত্র করণ দেওল। তবে এখন প্রশ্ন একটাই , কত তাড়াতাড়ি করোনার প্রকোপ থেকে সুস্থ হবেন তারকা, অপেক্ষায় আছে

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes