jamdani

করোনায় এবার ওটিটি প্ল্যাটফর্মে ওয়াল্ড প্রিমিয়ার ছবি ‘তারিখ’!

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ফের দেশের একাধিক জায়গায় চলছ আংশিক লকডাউন। সিনেমা বন্ধ রাখার নির্দেশিকা এসেছে এ রাজ্যেও। গত এক বছর ধরে গুরুত্ব বেড়েছে ডিজিটাল মাধ্যমের। এবার রইল দর্শকদের জন্য সুখবর। হইচই ওটিটি প্ল্যাটফর্মে ওয়াল্ড প্রিমিয়ার হবে জাতীয় পুরস্কার প্রাপ্ত চূর্ণী গাঙ্গুলী পরিচালিত ছবি ‘তারিখ’ ।
তিন বন্ধুর জীবনচক্র নিয়ে এই ছবি পরিচালিত। তাঁদের জীবন এবং বিশ্বাসকে কেন্দ্র করেই তৈরি ‘তারিখ’। এমনটাই মত এই ছবির পরিচালক চূর্ণী গাঙ্গুলীর। সূপর্ণকান্তি করাতির, অপেরা মুভিসের ব্যনারে ২০১৯ সালের ১২ এপ্রিল মুক্তি পেয়েছিল ‘তারিখ’। সেই সময়ে মাল্টিপ্লেক্সে পাঁচদিনের বেশি জায়গা ধরে রাখতে পারেনি এই ছবি। করণ জোহরের ‘কলঙ্ক’ ছবিটি মুক্তির পরই হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল ‘তারিখ’। কিন্তু নজরুল তীর্থ ও নন্দনের মতো স্ক্রিনগুলিতে প্রায় পঞ্চাশ দিন পর্যন্ত চলেছিল এই ছবি। ফের ২০২১-র এপ্রিলে ছবিটি রি-রিলিজের কথা। এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জী , রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলী সহ অন্যান্যরা।

৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে ‘সেরা সংলাপ’-র জন্য স্বীকৃতি পাওয়ার পাশাপাশি, ‘তারিখ চব্বিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি স্পেশাল মেনশন পুরস্কারও অর্জন করেছিলেন। এছাড়াও, এটি লস অ্যাঞ্জেলেস ফিল্ম অ্যাওয়ার্ডস ২০১৯-এ ‘সেরা ন্যারেটিভ ফিচার’, ‘সেরা গান’, ‘সেরা ইন্ডি ফিচার’-র মতো ‘-র মতো পুরস্কারগুলিও ঝুলিতে এসেছে এই ছবির। এছাড়াও হায়দ্রাবাদ বাংলা চলচ্চিত্র উৎসব ২০১৯ সালে ‘সেরা সম্পাদক’, ‘সেরা অভিনেতা (মহিলা)’, ‘সেরা চিত্রনাট্যের’ পুরষ্কারও অর্জন করেছে। শুধু তাই নয় ব্রাজিলের ব্রিকস ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯-সালেও ‘তারিখ’-র অফিশিয়াল নির্বাচন হয়েছিল। কিন্তু এবারেও আবার করোনার দাপট। তাই শেষমেশ দর্শকদের বহু প্রতীক্ষিত এই ছবি এবার দর্শকেরা দেখতে পাবেন নিজেদের মুঠোফোনে।
জীবনচক্রে তিন বন্ধুর একজন আদর্শবাদী, একজন বাস্তববাদী এবং একজন সংস্কারবাদী। তাঁদের জীবন এবং বিশ্বাসকে কেন্দ্র করেই ‘তারিখ’ তৈরি করেছিলনে চূর্ণী। এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জী , রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলী সহ অন্যান্যরা। সূপর্ণকান্তি করাতির, অপেরা মুভিসের ব্যনারে ২০১৯ সালের ১২ এপ্রিল মুক্তি পেয়েছিল ‘তারিখ’। সেই সময়ে মাল্টিপ্লেক্সে পাঁচদিনের বেশি জায়গা ধরে রাখতে পারেনি এই ছবি। করণ জোহরের ‘কলঙ্ক’ ছবিটি মুক্তির পরই হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল ‘তারিখ’। কিন্তু নজরুল তীর্থ ও নন্দনের মতো স্ক্রিনগুলিতে প্রায় পঞ্চাশ দিন পর্যন্ত চলেছিল এই ছবি। ফের ২০২১-র এপ্রিলে ছবিটি রি-রিলিজের কথা হয়। কিন্তু এবারেও আবার করোনার দাপট। তাই শেষমেশ দর্শকদের বহু প্রতীক্ষিত এই ছবি এবার দর্শকেরা দেখতে পাবেন নিজেদের মুঠোফোনে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes