jamdani

করোনার ভয়ে  কিনা গোটা গ্রামের নাম বদল!

গোটা পৃথিবী একটি মাত্র শব্দ নিয়ে আতঙ্কিত।আর সেটি হল ‘করোনা’। ২০২০ সাল থেকে যে শব্দটি আমাদের সবার জীবনে অভিশাপ হিসেবে নেমে এসেছে। ২০২১ সালের জুন মাসে এসেও যার রেশ কাটছে না। এরকম অবস্থায় আমরা প্রত্যেকেই প্রার্থনা করছি যেন এই কঠিন পরিস্থিতি খুব তাড়াতাড়ি কেটে যায়। গত বছর থেকেই আমরা মৃত্যুর মিছিল এবং মানুষের আর্তনাদ দেখে ও শুনে আসছি।

কিন্তু এই পরিস্থিতিতে একটি গ্রাম এক অদ্ভুত দাবি জানিয়েছিল গত বছর। তাদের গ্রামের নাম পাল্টে ফেলতে চেয়ে জানিয়েছিল আবেদন। ভাইরাস নিয়ে এতটাই আতঙ্ক ঢুকে গিয়েছিল তাঁদের মনে যে তারা সকলেই তাদের গ্রামের নামটি উচ্চারণ করতেও ভয় পাচ্ছিল।

আসল কথা হলো গ্রামটির নামের সঙ্গে জুড়ে রয়েছে ‘করোনা’ শব্দটি। যা অবস্থিত আল্পস পাহাড়ের পাদদেশে। অস্ট্রিয়ায় একটি ছোট্ট গ্রাম- এর নাম ‘সেন্ট করোনা’। যার ফলে সেই গ্রাম গোটা বিশ্ব জুড়ে বিখ্যাত হয়ে গেছে। গ্রামের বহু বাসিন্দা এই মারণ ভাইরাস এর কবলে পড়েছিল। সেই নিয়েও তাদের মধ্যে আতঙ্ক যেন বেড়ে যায়।

সেন্ট করোনার মেয়র মাইকেল গ্রুবারও গ্রামবাসীদের মতোই ভাবনা চিন্তা করছিলেন। তিনি জনসমক্ষে নাম পাল্টানোর আবেদন নিয়ে ভাবনা চিন্তা করার কথা স্বীকার করেছেন। এই গ্রামটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ এর কেন্দ্র। মনোরম জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশ বহু মানুষকে আকৃষ্ট করে এই গ্রামটি। প্রায় ৪০০ বাসিন্দা ট্যুরিজমের উপরে নির্ভরশীল। ২০২০ থেকেই অস্ট্রিয়ায় শুরু হয়েছে মারণ ভাইরাসের ত্রাস। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৭,৫০০ অতিক্রম করেছিল।  তারপরেই এই ‘করোনা’ গ্রামের বাসিন্দারা এমন অদ্ভুত আবেদন জানিয়েছিল মেয়রের কাছে। যা শুনে অনেকেই হাসাহাসি করেছিল।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes