jamdani

করােনা থেকে বাঁচতে শিশুদের জন্য ৫ দাওয়াই…

আনলক পর্যায় চললেও করােনা ভাইরাসের ভয় আমাদের সকলের মনেই বর্তমানআর বাড়িতে শিশু থাকলে তাে কথাই নেইচিন্তা বেড়ে হয় দ্বিগুনতবে টেনশন করলে তাে আর সমস্যার সমাধান হবে নানিতে হবে কিছু পদক্ষেপবরং দেখে নিই ভারােলজিস্টরা শিশুদের করােনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে কী কী পরামর্শ দিচ্ছেন। 

  • যেহেতু শিশুরা সংক্রমণ ছড়ানাের বিষয়ে খুব বেশি কিছু বােঝে না, তাই পরিবারের অন্য সদস্য, বিশেষ করে যাঁরা বয়স্ক অথবা অন্য কোনও শারীরিক সমস্যা রয়েছে তাঁদের যতটা সম্ভব দূরে রাখতে হবেপ্রয়ােজনে দরজা বন্ধ রাখতে হবে যাতে শিশুরা তাঁদের সংস্পর্শে না আসতে পারে

  • সমস্ত প্রকারের শিক্ষাপ্রতিষ্ঠান যেহেতু বন্ধ, তাই শিশুদের বাইরে যাওয়ার মাত্রাও কমতাই সেক্ষেত্রে তাদের করােনা ভাইরাস থেকে মুক্ত রাখতে পরিবারের বাকি প্রাপ্তবয়স্ক সদস্য যাঁরা বাইরে যান, তাঁদের থেকে শিশুদের দূরে রাখতে হবেসম্পূর্ণভাবে ভাইরাস মুক্ত না হয়ে বা বাইরে থেকে এসেই শিশুদের সংস্পর্শে যাওয়া যাবে না

  • শিশুদের সব সময় মাস্ক পরিয়ে রাখা সম্ভব নয়সেক্ষেত্রে পরিবারের অন্য সদস্যদের মাস্ক ব্যবহার করতে হবেএ ছাড়া অন্য স্বাস্থ্যবিধিগুলােও কঠোরভাবে মেনে চলতে হবেবিশেষ করে বয়স্কদের শিশুদের থেকে আলাদা করে ফেলার ব্যবস্থা করতে হবে

  • কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি কমাতে হলে শিশুদের মধ্যেও তাদের মতাে করে সচেতনতার অভ্যাস গড়ে তুলতে হবেসমস্ত রকমের সাবধানতা অবলম্বন তাদের বুঝিয়ে শেখাতে হবে

  • বাড়ির যে সমস্ত আসবাব বেশি ব্যবহৃত হয় সেগুলি নিয়মিত স্যানিটাইজ করতে হবে

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes