jamdani

কফি-তে উজ্জ্বল হয়ে উঠুক ত্বক

একটা দিন শুরু হয় এক কাপ কফি’তে। ক্লান্তি বলুন বা অবসাদ এক চুমুকেই দূর হয়ে যায় সব। রূপচর্চাতেও কিন্তু কফি সমানভাবে অপরিসীম। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ত্বককে মসৃণ, কোমল অথবা আকর্ষণীয় করতে, কফির ফেসপ্যাক অনবদ্য। তাহলে জেনে নেই, স্কিনের যত্ন নিতে কফির ফেসপ্যাক, কিভাবে বানাবেন।

প্রথম স্টেপ ক্লিনজিং

স্কিন হোয়াইটনিং কফি ফেসিয়াল-এর প্রথম স্টেপ ক্লিনজিং। ক্লিনজার বানানোর জন্য আমাদের প্রথম প্রয়োজন কফি। একটি কাচের বাটিতে এক চামচ কফি এবং ২ চামচ অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

এই মিশ্রণটি দিয়ে, আপনার মুখকে দু’মিনিট ধরে, হালকা হাতে মেসেজ করুন। কফিতে থাকা ক্যাফিন নামক কনটেন্ট থাকে যা ত্বকের থেকে সমস্ত রকমের কালো দাগ দূর করে, ত্বককে উজ্জ্বল বানাতে সাহায্য করে। এভাবে দু-মিনিট মাসাজ করার পর, জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

দ্বিতীয় স্টেপ স্ক্রাবিং

স্ক্রাবার বানানোর জন্য সবার প্রথমেই, একটি কাচের বাটিতে এক চামচ চিনি নিন। এরপর এক চামচ কফি এবং দু’চামচ নারকেল তেল ভাল করে মিক্স করে নিন। আপনার স্ক্রাবার রেডি। এবার স্ক্রাবারটির সাহায্যে আপনার ফেস স্ক্রাব করুন।

আমাদের ত্বক থেকে ডেথ স্কিন কে খুব ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে। আর স্কিনকে করে তোলে সফট এবং গ্লোইং। ৫ মিনিট স্ক্রাব করার পর, আপনার মুখ জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

তৃতীয় স্টেপ ফেসপ্যাক

একটি কাঁচের বাটিতে ২ চামচ কফি নিন। তারমধ্যে এক চামচ বেসন, এক চামচ টক দই, এক চামচ মধু আর সামান্য লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি আপনার মুখে লাগিয়ে নিন। ত্বককে দ্রুত ফর্সা এবং উজ্জ্বল বানানোর জন্যে এই ফেসপ্যাক ভীষণ উপকারী।

ফেসপ্যাকটি লাগানোর কমপক্ষে কুড়ি মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জলের সাহায্যে স্কিন কে ধুয়ে ফেলুন। সপ্তাহে কমপক্ষে দু’দিন এই ফেসপ্যাকটি ব্যবহার করুন।

 

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes