jamdani

এলােকেশি চুলের যত্ন নেবেন কীভাবে?

হেয়ার স্টাইল যেমনই হােক কিংবা যতই হােক ঘন চুল, সে চুলের যদি বাউন্স না থাকে, স্বাস্থ্যোজ্জ্বল না হয় তা হলে নেগেটিভ মার্কিং হবেই। তাই হাতে সময় থাকতে, এখন থেকেই বিশেষ যত্ন নিন চুলের।  

  • চুল যত্নে রাখতে অ্যারােমা অয়েল ব্যবহার করুন১০০ গ্রাম হুইটজার্ম  অয়েলের সঙ্গে ২ মিলি রােজমেরি অয়েল মিশিয়ে চুলে ব্যবহার করলে স্বাস্থ্য ভালাে হয়, চুলের গােড়া শক্ত হয়। 
  • সঠিক পদ্ধতিতে শ্যাম্পু করুন নিয়মিত। বাড়িতেই বানিয়ে নিন অর্গানিক শ্যাম্পু। রিঠা, আমলকি, শিকাকাই আগের রাতে ভিজিয়ে রাখুনশ্যাম্পু করার আগের দিন যে কোনও হেয়ার অয়েল গরম করে চুলের গােড়ায় হালকা মাসাজ করে নিনএর পর হট টাওযেল দিযে ভেপার নেবেন। 
  • শ্যাম্পু করার পর চুল কন্ডিশনিং করা দরকার। লেবুর রসে কাটা ছানার জল দিয়ে চুল ধুয়ে নিন। চুল হয়ে উঠবে রেশম, কোমল। | চুলের ঔজ্জ্বল্য বাড়াতে দু’কাপ ঘন দুধে একটি ডিম ফেটিয়ে নিন ভালাে করে। সাদা ফেনা হয়ে গেলে মাথার তালুতে ভালভাবে মাখুন। দু’ঘন্টা। রাখার পর চুল ধুয়ে ফেলুন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes