jamdani

এবার সাইকোলজিকাল থ্রিলারে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে

ড্রাক্যুলা স্যর’-এর সাফল্যের পর ফের এসভিএফ প্রযোজনা সংস্থার ব্যানারে কাজ করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। ছবির নাম হল ‘সাইকো’। এই ছবি পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত। ‘বিবাহ অভিযান’-এর পর বিরসার সঙ্গে ফের জুটি বাঁধছেন অনির্বাণছবির নাম থেকেই বোঝা যাচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার হতে চলেছে

পরিচালকের কথায় গল্পটা হল, অনেক পরিকল্পনা করে একটা শহর থেকে বেশ কিছু পুলিশকর্মীকে অপহরণ করা হয়। তার বেশ কিছু দিন পরই অপহূত সেই পুলিশদের মৃতদেহ উদ্ধার হয় শহরের বিভিন্ন প্রান্ত থেকে। আর যারা অপহৃত হচ্ছেন তাঁদের বয়সটাও প্রায় সবার এক। এই কিডন্যাপিং চক্রান্তের মূল সূত্রধর, সে শুধু একটি নির্দিষ্ট বয়সকেই টার্গেট করেছে। এরমধ্যে শহরের চারদিক থেকে এমন একের পর এক ঘটনার খবর প্রকাশ্যে আসতে শুরু করছে যখন, ঠিক তখনই পুলিশের দপ্তরে কিংশুক নামে এক ব্যক্তি জয়েন করেন। যে আগে সাইকোলজি বিভাগের ভালো ছাত্র ছিল। সে বহুদিন ধরে অপরাধীদের মনস্তত্ত্ব নিয়ে গবেষণা করছে। এবার সে কি পারবে এই ধারাবাহিক রহস্যমৃত্যুর কিণারা করতে? এমনভাবেই এগিয়েছে ছবির প্লটএই পুলিশ অফিসার কিংশুকের চরিত্রেই দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু হচ্ছে ‘সাইকো’র। রবিবার ছবির ঘোষণা করা হল প্রযোজনা সংস্থার তরফ থেকে। কলকাতার পাশাপাশি এই ছবির শুটিং হবে উত্তরবঙ্গেও। অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন পায়েল দে, চান্দ্রেয়ী ঘোষ, অনির্বাণ চক্রবর্তীর মতো অভিনেতারা। ক্যামেরার পেছনে রয়েছেন শুভঙ্কর ভঅন্য ভাষায় নির্মিত এক ছবির গল্প থেকে অনুপ্রাণিত হলেও বিরসা নিজের মতো করেই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন।এদিকে ‘সাইকো’র শুটিং শেষ করে বিরসা দাশগুপ্ত একটি ওয়েব সিরিজের কাজ শুরু করবেন। এরপর তিনি হিন্দি ছবির কাজে নামবেন

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes