jamdani

এবার কি বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর!

এখনও কাটিয়ে ওঠেনি বরুণ-নাতাশার বিয়ের রেশ। তারমধ্যেই জোর গুঞ্জন শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর। আর সেই জল্পনা উস্কে দিলেন বলিউডের নতুন বর বরুণ ধাওয়ান। বরুণের ইঙ্গিতপূর্ণ পোস্টে দেখা গেল, চর্চার মধ্যে থাকা বয়ফ্রেন্ডের গলাতেই শীঘ্রই মালা পরাবেন শ্রদ্ধা।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

শ্রদ্ধা কাপুর আর ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার প্রেমের গুঞ্জন বি-টাউনে নতুন নয়। প্রায় অনেকসময়ই ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েন এই প্রেমিক জুটি। শেষমেশ বন্ধু বরুণকে বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়েই ফেঁসে গেলেন শ্রদ্ধার চর্চিত প্রেমিক।

স্ট্রিট ডান্সার থ্রি-ডি ও এবিসিডি টু ছবিতে একসঙ্গে কাজ করেছেন বরুণ-শ্রদ্ধা। রোহন শ্রেষ্ঠা, বরুণকে বিয়ের শুভেচ্ছা জানাতে গেলে পাল্টা অভিনেতা লেখেন যে ‘আমি আশা করছি তুমিও তৈরি আছো বিয়ের জন্য’।

তবে শ্রদ্ধা গত বছর নিজের বিয়ে নিয়ে এক সাক্ষাত্কারে মুখ খুলেছিলেন, ‘আপাতত আমার হাতে সময় একদমই নেই বিয়ে নিয়ে ভাবার। সিনেমা ছাড়া আর কিছু নিয়েই আমি এখন ভাবছি না। আপনারা যেমন বললেন, এটা শুধুমাত্র গুঞ্জন’।

অন্যদিকে শ্রদ্ধার বাবা শক্তি কাপুর ২০১৯ সালে জানিয়েছিলেন তাঁর মেয়ে আগামী চার-পাঁচ বছর বিয়ের মণ্ডপে উঠছেন না। আপাতত কাজের দিকে মন দিতে চায় শ্রদ্ধা। এর আগে বহু অভিনেতার সঙ্গে শ্রদ্ধার নাম জড়ানো হয়েছে, মেয়ের সম্পর্কের খবরে কান দেন না তিনি, সেটাও জানিয়েছিলেন তখন।

এছাড়াও শক্তি কাপুর জানান, রোহন শ্রেষ্ঠা তাঁর পারিবারিক বন্ধু এবং রাকেশের ছেলে। শ্রদ্ধার ব্যক্তিগত জীবন সম্পর্কে সব তথ্যই তাঁর কাছে রয়েছে।এটাও জানেন যে মা-বাবার অনুমতি ছাড়া কোনওদিন বিয়ের সিদ্ধান্ত নেবে না শ্রদ্ধা।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes