jamdani

এবার কি তবে স্পেস স্টেশনে চাষবাস!

ঠিক কত বছর আগে থেকে মহাকাশে বসবাসের চিন্তাধারা মানুষের তা কেউ বলতে পারবে না। কেউ বা মঙ্গলে পাড়ি জমাতে চান, কেউ আবার চাঁদে। সারা বিশ্বের বহু মানুষের স্বপ্ন মহাকাশে যাওয়ার। কিন্তু সেখানে গেলেই তো আর হল না। সেখানকার চলাফেরাও শিখতে হবে। তবে চাঁদ বা মঙ্গলে বসবাস কেমন হতে পারে সে বিষয়ে গবেষণা চলছে অনেক। আর তাই স্পেস স্টেশনে চাষবাসের কথা ভাবা। হ্যাঁ ঠিক তাই, স্পেস স্টেশনে হবে চাষবাস। সেই জন্যেই স্পেস স্টেশনে থাকা মহাকাশচারীর জন্যে চিনা বাঁধাকপির চারা এবং সর্ষে পাঠানো হয়েছে।

এই পৃথিবী ছাড়াও অন্যত্র চাষবাস করা সম্ভব কিনা সেটাই খতিয়ে দেখা নাসার উদ্দেশ্য। আর তাছাড়াও মঙ্গল গ্রহে ভবিষ্যতে বসবাস সম্ভব কিনা সে সম্ভাবনাও ভাবা হচ্ছে।

মহাকাশচারীদের খাওয়ার জন্য Pak choi পাঠানো হয়েছে মহাকাশে। সেখানে ওই গাছের চারাও রোপন করা হবে। এছাড়া সর্ষে ও লেটুস পাঠানো হয়েছে। NASA-র তরফ থেকে জানানো হয়েছে এই মিশন সফল হলে চাঁদ ও মঙ্গলে বসবাসের সম্ভাবনা আরও দৃঢ় হবে। স্পেস স্টেশনে এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে Veg-03K ও Veg-03L. ম্যাট রোমিন ও জিওয়া মাসা নামের সবজি স্পেস স্টেশনে ফলানোর চেষ্টা করা হচ্ছে। গত ১৩ এপ্রিল এক ধরণের সর্ষে ও চিনা বাধাকপির চারা পোঁতা হয়েছিল স্পেস স্টেশনে। ৬৪ দিন পর আশানুরূপ ফল পাওয়া যাবে বলে মনে করছেন নাসা-র বিজ্ঞানীরা। আপাতত এটাই দেখার পৃথিবী বাসীর স্বপ্ন পূরণ হতে আর কতদিন!

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes