jamdani

এবার কি তবে গানের দল খুললেন ক্রিকেটাররা! ভাইরাল হল ভিডিও

ক্রিকেট প্রেমী জনতাদের জন্য আরও একবার CRED নিয়ে এলো নতুন অ্যাড ক্যাম্পেইন। নতুন আঙ্গিকে ভিডিও। যেখানে ভারতের বেশ জনপ্রিয় ক্রিকেট তারকাদের ব্যান্ড সিঙ্গারের ভূমিকায় দেখা যাচ্ছে। কে কে আছে সেই ব্যান্ডে!  ভারতীয় ক্রিকেটের লেজেন্ড ভেঙ্কটেশ প্রসাদ, জাভগাল শ্রীনাথ, মনিন্দর সিং, সাবা করিম৷

ভেঙ্কটেশ প্রসাদ নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে এই মিউজিক ভিডিও শেয়ার করেছেন৷ ওয়ার্ল্ড ফেমাস ভেঙ্গাবয়েজ ব্যান্ডের ঢঙে নাম দিয়েছেন ” Meet the Venkaboys ” ৷

দেখে নিন দুধ সাদা ব্লেজার ট্রাউজার্সে  তাঁদের দারুণ দেখাচ্ছে৷ একদম ছেলেদের ব্যান্ড মনে হচ্ছে৷

 

প্রাক্তন এই ক্রিকেটাররা সকলেই ৮০ থেকে ৯০ -র দশকে ভারতের জার্সি গায়ে ক্রিকেট খেলেছেন৷ রোহিত শর্মা এই ভিডিও দেখে চমকে গিয়ে বলেছেন, ‘‘কোচ হিসেবে আপনার কথা শোনা থেকে শুরু করেএখন আপনার গান শোনা ,তাও যখন আমি স্টেডিয়ামের পথে যাচ্ছি ভেঙ্কি ভাই এটা একটা সফর৷’’

 

কিছুদিন আগে রাহুল দ্রাবিড়কে দিয়ে একেবারে অন্যমূর্তিতে বিজ্ঞাপন এনেছিল  CRED৷ আইপিএলের ১৪ তম মরশুমের ঠিক শুরুতেই এসেছিল সেই বিজ্ঞাপন৷  এবার এলো প্রাক্তন ক্রিকেটার দের নিয়ে ভেঙ্গাবয়েজ ব্যান্ড।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes