jamdani

এবার কি তবে ইসাবেলে মজলেন সলমন খান

ক্যাটরিনা কাইফ। নামটা শুনলেই একটা তীক্ষ্ণ সুন্দরীর মুখ ভেসে ওঠে। হাসিতেও তাঁর ঝরে মুক্তো। শাহরুখ খান থেকে সলমন খান, অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে চমক লাগিয়েছেন দর্শকদের। এক সময় ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সলমন খান। অনেক বছর ছিলেন কাছাকাছি। তারপর সম্পর্কে বিচ্ছেদ আসে। ব্রেক-আপের পর ক্যাটরিনা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। অবশ্য সে সম্পর্কও টেকেনি ক্যাটরিনার। আবার ওদিকে তখন ক্যাটরিনার মতো দেখতে জারিন খানকে খুঁজে এনে সিনেমা করেছিলেন সলমন। যদিও এইসব এখন ইতিহাস। সম্প্রতি ক্যাটরিনার বোন ইসাবেল কাইফ বলিউডে পা রেখেছেন। তাঁর একটি মিউজিক ভিডিও ‘মাশাআল্লা’ রিলিজ করেছে কিছুদিন আগেই। এই ভিডিওতে গান করেছেন দীপ মনি। এবার এই ভিডিও নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা।

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এবার নাকি ক্যাটরিনার বোনে মজেছেন সল্লু ভাই। সলমন তাঁর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে প্রশংসাও করেছেন ইসাবেলের। সেখানে তিনি লিখেছেন, “আরে কি সুন্দর দেখাচ্ছে তোমায়। গানটাও দারুণ। অনেক শুভেচ্ছা।” আর এই কথা থেকেই বলিউডে কানাঘুষো শুরু কি এবার তবে ইসাবেলে মন দিতে চলেছেন ভাইজান? সোশ্যাল মিডিয়া জুড়েও শুরু হয়েছে চর্চা।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes