jamdani

এখানে দিনের এক বিশেষ মুহুর্তে জল হয়ে যায় আগুন

এই পৃথিবীর সৌন্দর্যের কোনো তুলনা নেই। এমন এমন জায়গা রয়েছে যা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। সেই সৌন্দর্যের খোঁজ এক একবার এক এক জায়গায় মেলে। দুধসাগর জলপ্রপাতের কথা সবারই মোটামুটি জানা। গোয়ায় অবস্থিত এই জলপ্রপাতের নাম কিন্তু বিশ্বজোড়া। তবে আজ অন্য একটি জলপ্রপাতের কথা জানব।

কিন্তু বয়ে চলা জলপ্রপাতের মধ্যে দিয়েই যেন নেমে আসছে আগুন। আর এই দৃশ্য দেখতেই একের পর এক পর্যটক ভিড় জমাচ্ছেন এখানে। পরিবেশবিদদের মতে, প্রকৃতির এই খেলা দেখা যায় বছরের মধ্যে মাত্র কয়েকদিনের জন্যই। যোসেমাইট ন্যাশনাল পার্কে দর্শকদের ভিড় হয় চোখে পড়ার মতো। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই পার্কের মূল আকর্ষণই হল এই ‘হর্স টেল’ বা ঘোড়ার লেজের মতো জলপ্রপাতটি। গোটা বিশ্বে প্রচুর এই জাতীয় জলপ্রপাত থাকলেও এই জলপ্রপাতটির রয়েছে এক আলাদা বিশেষত্ব।

 

এই বিশেষ জলপ্রপাতটি দিনের একটি বিশেষ সময়ে রং বদল করতে থাকে নিজের। সেই সময়ে জলপ্রপাতের দিকে দেখলে মনে হয়, জল নয় আগুন ঝরে পড়ছে। পর্যটকদের কাছে ভ্রমনের জন্য অত্যন্ত প্রিয় এই জায়গাটি। বছরের এই বিশেষ সময়গুলিতে দূর থেকে এই ঝরনার দিকে তাকালে মনে হয় যেন লাভার স্রোত বয়ে যাচ্ছে। আর তার থেকেই ছড়িয়ে পড়ছে আলোর আভা। সূর্যাস্তের সময় একটি বিশেষ সময়ে সূর্যের আলোর জন্যেই রং বদলে যায় এই জলপ্রপাতের। কোনো এক বিশেষ কোণে আলো পড়ার জন্যেই ঘটে এই অপূর্ব সুন্দর ঘটনা। স্থানীয়দের বক্তব্য, প্রতিবছরই ফেব্রুয়ারী মাসে মাত্র ১৫ দিনের জন্য দেখা যায় এই ঘটনা। তবে সারাদিনের জন্য নয়। সূর্যাস্তের পর কিছু সময়ের জন্য দেখা যায় এই অভূতপূর্ব নৈসর্গিক দৃশ্য।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes