jamdani

এক বছর ধরে বাস করছেন রুমমেট স্পাইডি-র সঙ্গে, ভাইরাল ছবি

বাড়ির মধ্যে পোকামাকড় থাকবে না, এ কিরকম হয়। কিন্তু তাই বলে টানা এক বছর ধরে রুমমেট হিসেবে। এরকম যদি হয় তাহলে আপনার কেমন লাগবে।

হয়ত ভাবছেন, এরকম  আবার হয় নাকি!

হ্যাঁ হয়। সম্প্রতি, জ্যাক গ্রে নামক এক ব্যক্তির সঙ্গেই এমন ঘটেছে। এক বছর ধরে তাঁর বাড়িতে পোষ্যর মতো বেড়ে উঠেছে এক মাকড়শা। বৃহৎ এই মাকড়শার ছবি পোস্ট করেন অস্ট্রেলিয়ান স্পাইডার আইডেন্টিফিকেশন পেজে। যেখানে ছবিতে দেখা গিয়েছে, আট পা-ওয়ালা ধূসর বর্ণের একটি বৃহৎ আকৃতির মাকড়শা। ছবি দেখে মনে হচ্ছে যেন এই আক্রমণ করতে আসবে মাকড়শাটি। কিন্তু এমনটা সে করেনা। দাবী জ্যাক গ্রে’র।

আর এই মাকড়শার ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই লাইক, কমেন্ট আর রি-টুইট হতে থাকে। অতি উৎসাহী অনেকেই কমেন্টের মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানান। কেউ কেউ আবার মাকড়শা সম্পর্কে দিতে থাকেন নিজেদের নিজস্ব মতামত এবং করতে থাকেন উৎসাহ প্রকাশ।

তাহলে জানলেন তো, আর কি! পোষ মানিয়ে ফেলুন এমন কাউকে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes