jamdani

একটা দরজা বন্ধ হয়ে গেলে, খুলে যায় আরও রাস্তা

খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে ‘মির্জাপুর সিজন ২’। গত কয়েক বছর টানা কাজ করার পর হঠাৎ লকডাউনে পেয়েছিলেন এক দীর্ঘ ছুটি। যা কিনা পঙ্কজ ত্রিপাঠিকে এনে দিয়েছিল এক অখন্ড অবসর। আর সেই অবসরকে কাজে লাগিয়েই তিনি শুরু করে দিয়েছিলেন পোস্ট- প্রোডাকশনের বিভিন্ন কাজ। মির্জাপুর-এর কলীন ভাইয়া এরপর অভিনয় করছেন ‘ক্রিমিনাল জাস্টিস’ এ। শুরু করেছেন শুটও। মেনে চলছেন করোনা সংক্রান্ত বিধি নিষেধ। বাড়ি থেকে নিয়ে যাচ্ছেন খাওয়ার এবং জল। এই প্রসঙ্গে বললেন, ‘ আমার কাছে নিজের এবং বাড়ির সকলের সুরক্ষা আগে। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম মেনে চলাই ভালো।’

‘মির্জাপুরের ২ সিজনে কলীন ভাইয়ার চরিত্র আরও জটিল। আরও অনেকটাই সংঘাত এবং দ্বন্দ্বে ভরা। মজার ব্যাপার হলো, কলীন ভাইয়ার জায়গার থেকে পঙ্কজ ত্রিপাঠির গ্রামের বাড়ি ৩ কিলোমিটার। আরও বললেন যে, এরকম চরিত্র করতেই তাঁর বেশ ভালো লাগে, যা তাঁকে সবসময় বেঁধে রাখবে টানটান উত্তেজনায়। ‘ তিনি অবশ্য রোজকার জীবনের পাঠ হোক বা কমেডি চরিত্র দুটোতেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন।

সোশ্যাল মিডিয়া থেকে শতহস্ত দূরে থাকতেই পছন্দ করেন পঙ্কজ ত্রিপাঠি। কিন্তু এই দীর্ঘ লকডাউনে তিনি লাইভ-এ এসেছিলেন, গল্প করেছিলেন ফ্যানেদের সঙ্গে। বলেছিলেন নিজের গল্পও। ইন্ডাস্ট্রির একের পর এক ঘটনা নিয়ে তিনি বললেন, বিতর্ক থেকে কয়েক’শ মেইল দূরে থাকি আমি। কিন্তু ‘গুঞ্জন সাক্সেনা’, আসন্ন ‘মির্জাপুর ২’ নিয়েও নেটিজেনদের অনেকের ক্ষোভের মুখে পঙ্কজ।

মূলত তিনি ইন্ডাস্ট্রিতে একজন আউটসাইডার। ১৫-১৬ বছরের এই স্ট্রাগলের পরেও নিজের অভিজ্ঞতা খারাপ, এমনটা তিনি বলতে চাননা। তাঁর বক্তব্য, ‘একটা দরজা বন্ধ হয়ে গেলে আরও একটা খুলে যেতে শুরু করে আসতে আসতে। তাই সব কিছু সাদা-কালো, ঠিক- ভুল হিসেব করা উচিৎ নয়।’

সামনেই পুজো। কিন্তু এবার কলকাতায় আসা হচ্ছে না তাঁর। কলকাতার ভবানীপুরে শ্বশুরবাড়ি। সেখানেও পুজো হচ্ছে না সেভাবে। এবার পুজোয় নাহয় দূর থেকেই সব ভালো হোক, এমনটাই বললেন হাসিমুখে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes