jamdani

একই মেক আপে বোরিং হয়ে গেছেন? ট্রাই করুন মোনোক্রোম মেকআপ

শুধু একটাই রং পুরো মুখের সাজে। বর্তমানে এই মেকআপ বেশ ট্রেন্ডি। মেকআপ দুনিয়ায় এখন মোনোক্রোম জোয়ার। একসময় হারিয়েই যেতে শুরু করেছিল এই মেকআপ ট্রেন্ড। তবে ফের একবার কন্ট্রাস্টিং শেডকে পাল্লা দিতে হাজির মোনোক্রোম মিক্স।

কীভাবে করবেন মোনোক্রোম লুক-

  • চোখের উপরের পাতার বাইরের দিকে পছন্দের রঙের ম্যাট শ্যাডো ব্লেন্ড করে নিন।
  • এবার ভিতরের দিকে একইরকমের টোনের হালকা বা শিমার শ্যাডো লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে নিন।
  • ঠিক একই ভাবে নীচের পাতাতেও দু’শেডের শ্যাডো ব্লেন্ড করে, মাসকারার সাহায্যে আইল্যাশ কোট করে নিন ভালো করে।
  • ফিনিশিং টাচ দেওয়ার জন্যে আইশ্যাডোর সঙ্গে রং মিলিয়ে লিপস্টিক বেছে নিন। এবার লিপ ব্রাশের সাহায্যে সুন্দর করে লাইন টেনে ভরে নিন লিপস্টিক দিয়ে।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes