jamdani

এই গরমে ত্বক ভালো রাখতে ব্যবহার করুন নারকেল

নারকেল গাছ থেকে যে মহার্ঘ ফলটি পাওয়া যায় তাঁকে বাঙালিরা বিচক্ষণ জানেন। লক্ষ্মীপুজো থেকে পৌষ সংক্রান্তি নারকেল নাড়ুর স্বাদে মজে থাকেন আপামর বাঙালিমহল। নারকেল থেকে পাওয়া জল আমাদের শরীরে জলশূন্যতা দূর করে। আমাদের রূপরুটিনেও নারকেল ব্যবহারও কম জনপ্রিয় নয়। নারকেল যেমন মাথা ঠান্ডা রাখে, তেমনি নারকেল কোরা দুধ আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। জেনে নিই কিছু রূপচর্চার টিপস।

  • মেকআপ রিমুভার- মেকআপ তুলতে গেলে একটি কটন প্যাডে সামান্য নারকেল দুধ ও অলিভ অয়েল নিন। এতে মেকআপ সহজেই উঠে যাবে। এছাড়াও ত্বকে পুষ্টি জোগাবে।
  • ব্রণ প্রতিরোধ করতে- ত্বক তৈলাক্ত হলে, ব্রণর সমস্যা হয়। প্রতিকার করতে নারকেলের দুধ ব্যবহার করুন। এতে অ্যান্টি- ব্যাকটিরিয়াল উপাদান থাকায় ব্রণর সমস্যা দূর হয়।
  • নারকেলের দুধে ভিটামিন ও মিনারেলস থাকার ফলে এটি খেলেও ত্বকের উজ্জ্বলতা বাড়ে, গ্ল্যামারস লাগে।
  • হাড় শক্ত করতে- সাধারণ দুধের মতো নারকেলের দুধেও ক্যালশিয়াম থাকার জন্য এটি হাড় শক্ত করতে সাহায্য করে। সুতরাং রোজ না হলেও মাঝেমধ্যে নারকেল দুধ খাওয়া যেতে পারে।
  • নারকেল তেল ত্বকের বিভিন্ন চর্মরোগ যেমন চামড়া খসখসে, বলিরেখা, চামড়ায় লাল দাগ বা স্পট প্রতিরোধে খুব উপকারী।
  • একটা বাটিতে এক চামচ করে নারকেলের দুধ, বাটার মিল্ক এবং মিহি করে গুঁড়ো করা ওটস নিয়ে ভালো করে মেখে নিয়ে একটা পেস্ট তৈরি করে ফেলুন। এবার সেই মিশ্রণটা মুখে লাগিয়ে মিনিট ১০ অপেক্ষা করে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিন বার এই ফেসপ্যাকটি মুখে লাগালে ত্বকের উপরে জমে থাকা মৃত কোষের স্তর ধুয়ে যাবে, সঙ্গে ত্বকের ভিতরে প্রদাহের মাত্রা কমার কারণে ছোট-বড় নানা ত্বকের রোগ যেমন ধারে কাছেও ঘেঁষতে পারবে না, তেমনই ত্বক তুলতুলে হয়ে উঠবে।
  • দু’চামচ নারকেল দুধের সঙ্গে হাফ চামচ হলুদ গুঁড়ো এবং ১ চামচ বেসন মিশিয়ে পেস্ট তৈরি করে সপ্তাহে দু’বার মুখে লাগালে যে কোনও ধরনের দাগ-ছোপ দূর হতে সময় লাগবে না। এই ফেসপ্য়াকটি মুখে লাগানোর পরে কম করে ১০ মিনিট অপেক্ষা করে তবেই মুখ ধোবেন। এক্ষেত্রে হালকা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করলে বেশি উপকার পাবেন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes