jamdani

উল দিয়ে ঘর সাজানোর আইডিয়া

নিজেদের ঘরকে সুন্দর ভাবে সাজাতে আমরা কত কিছুই না করি। অনেক সময় তো পুরনো জিনিসও ফেলে দিই। কিন্তু এই পুরনো জিনিস থেকেই কত মজাদার জিনিস বানানো যায়, তার ইয়ত্তা নেই।

আবার তার মধ্যে অনেক সময় কাগজ, রঙ, কাঠ কত কিছুর ব্যবহার করতে হয় ঘর সাজাতে। অনেকে আবার ওয়াল পেইন্টিং করে রাঙিয়ে তুলি ঘরের দেওয়াল। আবার কারোর বা শখ কাঁচ দিয়ে ঘর সাজানো। ওয়াল হ্যংগিং-এর ব্যবহার এখন হামেশাই দেখতে পাওয়া যায়।

তবে আজ আমরা জানব কীভাবে উল সুতো দিয়েও  ঘর সাজানো যায়। আজ আমাদের সঙ্গে রয়েছে Afrah Crafts & Decor

তাহলে হাতে কলমে দেখে নেওয়া যাক, কীভাবে উল দিয়েও ঘর সাজানো যায়…

চ্যানেল-Afrah Crafts & Decor

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes