jamdani

ইনটু দ্য ওয়াইল্ড-এ আক্কি

অ্যাডভেঞ্চার প্রিয় বেয়ার গ্রিলসের জগতে নতুন অতিথি হতে চলেছেন অক্ষয় কুমার। ইনটু দ্য ওয়াইল্ড– বেয়ার গ্রিলসের জনপ্রিয় শাে। যেখানে আক্কির সঙ্গে এবার জঙ্গল অভিযানে বেরােবেন তিনি। এর আগেও বিভিন্ন সেলিব্রিটি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীও এই শােয়ে গিয়েছিলেন। এবার পালা অক্ষয় কুমারের।

সম্প্রতি নিজের এপিসােডের টিজার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অক্ষয়। লিখেছেন, “ভাবছ আমি পাগল, কিন্তু পাগলেরাই একমাত্র ইনটু দ্য ওয়াইল্টে যায়। অক্ষয়কে পেয়ে বেয়ার গ্রিলসও বেশ উচ্ছ্বসিত।‘অ্যাডভেঞ্চার বাডি’ অক্ষয়কে নিয়ে বলেছেন, “গােটা জীবনটাই একটা অ্যাডভেঞ্চার। আর অক্ষয়ের মতাে অ্যাডভেঞ্চার প্রিয় পাগল খুব কমই আছে।

টিজারে একঝলক দেখা মিলেছে অক্ষয় কুমার এবং বেয়ার গ্রিলস-এর দর্শকরা বেশ উচ্ছ্বসিত এই এপিসােড নিয়ে। ডিসকভারি ইন্ডিয়ার তরফ থেকেও বলা হয়েছে, অক্ষয়ের এপিসােড অনেক পাগলামি আর অ্যাডভেঞ্চারে ভর্তি থাকবে। আগামী ১১ সেপ্টেম্বর সন্ধে ৮টায় ডিসকভারি ইন্ডিয়ায় সম্প্রচারিত হবে।

বন্দিপুর টাইগার রিজার্ভ বেয়ার গ্রিলসের সঙ্গে শুটিং করেছেন আক্কি। টানা ৬ ঘন্টা শুট করেছিলেন। এখানেই গিয়েছিলেন অভিনেতা রজনীকান্তও। আর নরেন্দ্র মােদী গিয়েছিলেন উত্তরাখন্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes