jamdani

আয়ুষ্মান খুড়ানার নতুন লুকে বাজিমাত তরুণ প্রজন্ম

কখনও গম্ভীর ডাক্তার, কখনও বা ভ্রু কাটা ক্যাজুয়াল । আয়ুষ্মান খুড়ানার নিউ লুকে ভাসছে নেটিজেনরা। ২০২০ সালটা তেমন  না কাটলেও, নতুন বছরে এসে একের পর এক নতুন খবরে চমকে দিচ্ছেন সকলকে। হাতে যে তাঁর অনেক গুলো কাজ। তবে এবার তিনি ধরা দিলেন একদম অন্য লুকে। যা রীতিমতো সবার নজর কেড়েছে।

‘ডক্টর জি’র লুকে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন। এবার একেবারেই কুল লুকে সামনে এলেন। দু’চোখ শান্ত। গায়ে সবুজ জ্যাকেট, বসে আছেন এক জিপে। মুখে একগাল দাড়ি আর ভ্রু’তে কাটা দাগ। এটাই নাকি এখন ট্রেন্ড। এভাবে ছবি পোস্ট করে জানালেন তাঁর আগামী ছবির কথা।

 

আয়ুষ্মান খুড়ানার নতুন ছবি ‘অনেক’ আসছে খুব শীঘ্রই। অনুভব সিনহার সঙ্গে জুটি বেঁধে করতে চলেছেন এই কাজ। এর আগে তিনি ‘আর্টিকেল ১৫’ এ একসঙ্গে কাজ করেছেন। আয়ুষ্মান রীতিমতো উত্তেজিত কাজটি নিয়ে। জাত-পাত নিয়ে আর্টিকেল ১৫-র সাফল্যের পর ‘অনেক’ও দর্শকদের মনে জায়গা করে নেবে কিনা, সেতো সময় বলবে। আপাতত সকলেই মজে আছেন আয়ুষ্মানের এই নতুন লুকে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes