jamdani

আসছে ‘ওহ মাই গড-২’ পরেশ রাওয়ালের পরিবর্তে আসছেন পঙ্কজ ত্রিপাঠি, থাকছেন অক্ষয়ও

চলতি বছরের জানুয়ারীতে প্রকাশিত হয়েছিল অক্ষয় কুমার অভিনীত ‘ওহ মাই গড’ এর সিক্যুয়েল আসতে চলেছে। যার শুটিং হওয়ার কথা ছিল মে-জুন নাগাদ। কিন্তু কোভিডের চক্করে এখন সেটা বন্ধ। এবার গোটা টিম ফের নতুন উদ্যোমে শুরু করেছে পরবর্তী কাজ এগোনোর আশায়।

‘ওহ মাই গড’ ছবিটির পরিচালনার দায়ীত্বে ছিলেন উমেশ শুক্লা। অভিনয়ে অক্ষয়ের পাশাপাশি ছিলেন পরেশ রাওয়াল। সূত্রের খবর অনুযায়ী, এই ছবির সিক্যুয়েল থেকে এবার বাদ পড়ে গিয়েছেন পরেশ রাওয়াল। তাঁর পরিবর্তে ‘ওহ মাই গড-২’তে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি।

ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে পঙ্ককেজ ত্রিপাঠি। এই সিক্যুয়েলে অবশ্য থাকছেন মিস্টার খিলাড়ি। পঙ্কজের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অক্ষয় কুমার।

অনেকদিন ধরেই পঙ্কজকে নিয়ে জল্পনা ছিল, শেষমেশ সবই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। সেপ্টেম্বর মাসে ছবির শুটিং শুরু হওয়ার কথা চলছে।  দু’মাসের মধ্যে শেষ হয়ে যাবে শুটিং।

বলিউড খবর অনুযায়ী ‘ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে, গোটা টিম শুটিংয়ের সম্ভাব্য স্থানগুলি খোঁজ করছে, সেট ডিজাইন এবং গোটাটাই তৈরি হচ্ছে একেবারে কোভিড নিয়ম মেনে। অক্টোবরের মাসের মধ্যেই ছবিটির সব কাজ শেষ করা হবে”। পঙ্কজ ত্রিপাঠি এবং অক্ষয় কুমারের দ্বিতীয় ছবি। সাজিদ নাদিয়াওয়ালা প্রযোজিত এবং ফারহাদ সামজি পরিচালিত ‘বচ্চন পান্ডে’ ছবিতে দুই অভিনেতা একসঙ্গে কাজ করেছিলেন। এবার তাঁদের কেমিস্ট্রি সাড়া ফেলতে চলেছে ছবিতে। যা দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকেরা।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes