jamdani

আলোর উৎসবে আলোকহীন রণবীর-আলিয়া

বছরটা তাঁদের কাছে খুব একটা ভালো না। অনেক ওঠা নামা, চড়াই-উতরাই লেগেই রয়েছে। এ বছরই ঋষি কাপুরের মারা যাওয়া, সোশ্যাল মিডিয়ায় আলিয়াকে হুমকি, মহেশ ভাটের একের পর এক জড়িয়ে যাওয়া, সড়ক-২ এর ডিসলাইক। সব মিলিয়ে একটা ঝড়ের মধ্যেই যেন রয়েছেন এই জুটি। তাই সমস্ত লাইমলাইট থেকে সড়ে থেকে এক অনাড়ম্বর দিওয়ালি পালন করলেন তারা।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

দিওয়ালিতে দুজনেই একসঙ্গে কাটালেন বাড়ির কর্মচারীদের সঙ্গে। ফ্রেমবন্দী করলেন তাঁদের সঙ্গে কাটানো মুহুর্তগুলো। গোটা লকডাউনে তারা একসঙ্গেই কাটিয়েছেন। নিয়ম করে নীতু কাপুরের সঙ্গেও দেখা করতেন। কাপুর পরিবারের ফেভারিট আলিয়া। সব সময়েই তাই পাশে আছেন। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন এই পাওয়ার যুগল। এই বছর সে ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনা আবহে এখন সে সম্ভাবনা দূর।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes