আমরা চঞ্চল আমরা অদ্ভুত

লাইফ একটা ফিল্ম হলে, আমাদের মেয়েদের ওপেনিংটা সব সময় থেকে সরি’ বলে শুরু হয়। মেয়েমানুষের গলায় এতাে জোর কেন, “একটু আস্তে কথা বল, লােকে খারাপ বলবে। শর্টড্রেস!একটু বড় জামা পরতে পারতে সবাই তাকাচ্ছে তাে । ডায়েট করাে, “একটু রােগা হও, এরপর বিয়ের জন্য কেউই আর পছন্দ করবে না। অনেক তাে চাকরি করা হল, এবার “একটু” সংসারে মন দাও। আরে বাবা এই “একটু, একটু” করেই তাে প্রায় দম বন্ধ হওয়ার জোগার।। বেশি পড়াশােনা করলে এ চশমিস’। বেশি লিপিস্টিক পরলে ‘ও হিরােইন’। রাত করে বাড়ি ফিরলে চরিত্র খারাপ। বিয়ে না করলে বাবা-মায়ের লজ্জা। আফটার ম্যারেজ নামের শেষে বরের সারনেম ঝােলাও। বলছি, হােয়ার দ্য হেল ইজ মাই রাইটস। ফিগার জিরাে হােক বা ডবল এক্সেল, প্রাণ খুলে হাসাে আর মুচকি হাসাে এটা তােমার লাইফ বাঁচো নিজের শর্তে নিজের মতাে করে। আজ থেকে না আমি। বলব এখন থেকে শুরু হােক পথ চলার নতুন কাহিনি। 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes