jamdani

আদুরিয়া

আদুরে মেয়ের মতাে আদুরিয়া। বর্ধমানের কাছেই এই বন আবাসনটি ভ্রমণরসিকদের দু’দিনেই নেশা ধরিয়ে দেবে। তিন দিকেই জঙ্গল। পুবে সবুজ শস্যভূমি। বাংলাের সীমানায় ঘুরেফিরে একটা দিন কেটে যায়। পরের দিন স্থানীয় গাড়ি নিয়ে আমজারুলিয়া সাঁওতালপাড়া দেখে আসতে পারেন। আর তার কাছেই কালিকাপুরে বর্ধমানের দেওয়ানজির প্রাসাদ। কালের কবলে পরে প্রাসাদ খণ্ডহরে পরিণত হয়েছে। ভাঙা ওই প্রাসাদে আজও নাকি অমাবস্যার রাতে দেওয়ানজির পায়ের মচমচ শব্দ পাওয়া যায়। জঙ্গলের ভিতর ভগ্ন নীলকুঠি। পিছনে জলভরা সায়রটি এখনও আছে।

কীভাবে যাবেন: ধর্মতলা থেকে সিউড়ি অথবা বােলপুরের বাসে ১১ মাইল স্টপে নেমে রিকশা বা মােটর ভ্যানে ৩ কিমি দূরে আদুরিয়া বনবাংলাে। অথবা ধর্মতলা থেকে দুর্গাপুরের বাসে পানাগড়ে নেমে ভাড়া গাড়ি করেও যেতে পারেন।

কোথায় থাকবেন: ডিভিশনাল ফরেস্ট অফিসার, যােগাযােগ: ডাক ও জেলা বর্ধমান। ফোন: ০৩৪২ ২৬৫৭১৭২।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes