jamdani

আত্মহত্যা করলেন অভিনেতা আসিফ বসরা

ফের একবার ঘনিয়ে এলো অন্ধকার ছায়া। বলিউড হারালো নক্ষত্র। ২০২০ যেন হারিয়ে যাওয়ারই বছর। মৃত্যুর করাল গ্রাসে নিজেকে ডুবিয়ে দিলেন অভিনেতা আসিফ বসরা। বৃহস্পতিবার ধরমশালায় নিজবাসগৃহে পাওয়া গেল তাঁর ঝুলন্ত মৃতদেহ।


তদন্ত চলছে। ফরেনসিক টিম পৌঁছে গেছেন সেখানে। অকাল মৃত্যুতে ফিল্ম মেকার হনসল মেহতা টুইট করে সমবেদনা জানিয়েছেন… এটা বিশ্বাসযোগ্য নয়। খুব দুঃখের বিষয়।

আসিফ বসরা বলিউডের বেশ পরিচিত মুখ। কায় পো ছে, হিচকি, পরজানিয়া, ব্ল্যাক ফ্রাইডের মতো ব্লক বাস্টার মুভিতে অভিনয় করেছেন। এমনকি হলিউডেও অভিনয় করেছেন ‘আউটসোর্স’ নামে এক মুভিতে। সম্প্রতি পাতাল লোক, ওহ, হোস্টেজ নামের ওয়েব সিরিজগুলোতে অভিনয় করেছেন তিনি। বলিউড হারালো আরও এক তারকাকে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes