jamdani

মহাশ্বেতা দেবী

আজ ‘হাজার চুরাশির মা’র জন্মদিন। আজ মারাং দাই-এর জন্মদিন। বাংলার প্রান্তিক অঞ্চলের উপজাতি আদর করে যাকে ‘মা’ বলে ডাকে।

মহাশ্বেতা দেবী। বাঙালি কথা সাহিত্য ও মানবাধিকার আন্দোলনের অন্যতম পথিকৃত।‘হাজার চুরাশির মা’, অরণ্যের অধিকার, রুদালি ইত্যাদি কালজয়ী উপন্যাসের রচয়িতা মহাশ্বেতা দেবীর জন্মদিন।

১৯২৬ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণ করেন তিনি। জন্ম থেকে বেড়ে ওঠা, সবটাই সাহিত্যসংস্কৃতির আবহে। তাঁর কলম হয়েই নিম্নবর্গীয় প্রান্তিক মানুষদের যন্ত্রণা পৌঁছেছিল শহরবাসীর কাছে। মহাশ্বেতা তাঁদের শিখিয়েছিলেন লড়াই। পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে আদিবাসীদের অধিকার ও ক্ষমতায়নের দাবিতে তিনি ছিলেন আন্দোলনের পথপ্রদর্শক। পেয়েছেন র্যামন ম্যাগসাইসাই, জ্ঞানপীঠ ও বাংলায় সাহিত্য আকাদেমি পুরস্কার, সহ বিভিন্ন পুরষ্কার। তাঁর অনন্য কৃতীত্বের জন্যে পেয়েছেন পদ্মবিভূষণ ও পদ্মশ্রী সম্মান। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পেয়েছেন রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ। মহাশ্বেতা দেবী ১০০টিরও বেশি উপন্যাস এবং ২০টিরও বেশি ছােট গল্পের রচয়িতা। অপরাজেয় প্রতিবাদী মুখ মহাশ্বেতা দেবী একটা যুগ, একটি বিস্ময়! অন্তরের বন্ধ কপাট খােলে বঙ্গবিভূষিতা কথাসাহিত্যিকের রচনায়।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes