jamdani

অ্যামেজিং হাউস-এ One Log House

অন্ধকার ঘন জঙ্গলে হিংস্র পশুদের হাত থেকে বাঁচতে ফুটফুটে কন্যেকে আশ্রয় দিয়েছিল বনের বটগাছ। ডাল বা ছায়ায় নয়, গাছ নিজের বুক চিরে গাছের ভেতরে নিরাপদে রক্ষা করেছিল প্রাণ। রূপকথার বহু গল্পে এমন অনেক কাহিনি পড়েছি আমরা। ছোটোবেলায় ঠাকুমার কাছে এমন গল্প না শুনলে চোখের পাতা এক হতই না। কিন্তু মনে প্রশ্ন জাগত গাছ কী করে কথা বলে? কী করেই বা গাছ ফেটে গিয়ে আশ্রয় দেয়! এমন গল্প শুনে নিশ্চয়ই একবার চাক্ষুষ করতে ইচ্ছে হয় আপনাদের সকলেরই। আবার যদি গাছের গুঁড়ির মধ্যে রূপকথার সেই কন্যের মতো আশ্রয় মেলে তবে তো আর কথাই নেই। এই অসম্ভব ইচ্ছেপূরণের হদিশ রইল এবারের অ্যামেজিং হাউস-এ।

ইউএসএ-র ক্যালিফোর্নিয়ায় রয়েছে এমনই এক বাড়ি। বিখ্যাত এই বাড়িটির নাম ‘ওয়ান লগ হাউস’। একুশশো বছরের পুরোনো রেডউড গাছের গুঁড়িকেই একটি আস্ত বাড়িতে পরিণত করেন আর্টিস্ট আর্ট সেমক। তাঁর কয়েকজন সহযোগীদের সহযোগিতায় ৮ মাস সময় নিয়ে বাড়িটি তৈরি করেন তিনি। ৭ ফুট উচ্চতা এবং আড়াআড়িভাবে ৩২ ফুট দৈর্ঘ্যের বাড়িটি একনজরে দেখলে মনে হবে একটি বৃহদাকার গাছের গুঁড়ি পড়ে রয়েছে। কিন্তু সামনে যেতেই উন্মোচন হবে রহস্যের। ৪২ টন ওজনের এই ‘জঙ্গলদৈত্য’ গাছের গুঁড়িটির মধ্যে সেমক করেছেন একটি বেডরুম। গাছের গুঁড়ির ভেতরে বসবাসের জন্য রয়েছে রাজকীয় বন্দোবস্ত। তাই ক্যালিফোর্নিয়া গেলে একবার এক্সপিরিয়েন্স করে আসতেই পারেন ওয়ান লগ হাউস।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes