jamdani

অ্যাকোরিয়ামে মাছ! সংসারে বাড়বে শ্রীবৃদ্ধি

আজকের দিনে অনেকেই পছন্দের কোনও প্রাণী পোষ্য হিসেবে বাড়িতে রাখছে। চিকিৎসকদের মতে, পোষ্যরা থাকলে স্ট্রেস কিছুটা হলেও কমে। এমনকি বাস্তুশাস্ত্র মতে সংসারে বাড়ে শ্রীবৃদ্ধি কেটে যায় যাবতীয় অশুভ ছায়া। যার মধ্যে অন্যতম মাছ। মাছের অ্যাকোয়ারিয়াম আপনি রাখতেই পারেন আপনার বাড়ির একটা কোনে। তবে জেনে রাখা ভালো কোন মাছ অ্যাকোয়ারিয়ামে রাখলে হবেন আপনি উপকৃত।

মাছের অ্যাকোয়ারিয়াম
বাড়িতে একটা কোনে অনেকেই পছন্দ করেন মাছের অ্যাকোয়ারিয়ামে মাছ পুষতে। তবে অনেকেই জানেন না এর উপকারের দিকটা। বাস্তু শাস্ত্রের উপর লেখা একাধিক বইতে এর উল্লেখ পাওয়া যায় যে, বাড়িতে মাছ রাখলে খারাপ শক্তি বাড়ির অন্দরে প্রবেশ করতে পারে না। গৃহের শান্তি রক্ষার্থে বাড়িতে অ্যাকোয়ারিয়াম বা মাছ রাখা অত্যন্ত ভালো বলে দাবি বাস্তুশাস্ত্রকারদের। বাড়িতে মাছ পোষ্য হিসাবে থাকলে দাম্পত্য কলহ বা অশান্তি কম হয়। এমনটাও বিশ্বাস করা হয়, যে যেসব মাছ বেজায় ছটফটে, যেমন-গোল্ড ফিশ এই রকম মাছ বাড়িতে এনে রাখলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পায়, গৃহ হয় সুখ শান্তির আস্তানা।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes