jamdani

অস্থির সময়ে মানুষের পাশে ফসিলস, ফেসবুক পোস্টে সাহায্য চাইলেন রূপম ইসলাম

করোনায় সবার অবস্থা এবার বেশ সংকটে। আর এই সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানোটাই সকলের লক্ষ্য। ফেসবুক পোস্টে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রূপম ইসলাম। লিখেছেন, ‘আপনাদের কী প্রয়োজন, জানান আমাদের, আমাদের প্রতিনিধিরা যথাসাধ্য সাহায্য করবে আপনাকে’।

গোটা দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। যা দ্রুত ৩ লাখের বেশি সংখ্যায় পৌঁছে গেছে। বাংলা সহ প্রায় প্রতিটি রাজ্যেই হু হু বাড়ছে রোগীর সংখ্যা। অক্সিজেনের ঘাটতি, রোগীর চাপ সামাল দিতে হাসপাতালগুলির অবস্থা বেসামাল। ফের কি তবে লকডাউনের পথে হাটবে। এখানেই বিশেষজ্ঞরা দ্বিধাবিভক্ত। সম্পূর্ণ লকডাউন করতে চাইছে না সরকার। কারণ এতে দেশের পরিকাঠামো ভেঙে পড়তে পারে। এক্ষেত্রে একটাই উপায় বাড়ি থেকে একান্ত প্রয়োজন ছাড়া না বেরোনো। মাস্ক পড়ে থাকার পরামর্শ ঘরেও। সাধারণ মানুষের অবস্থা পৌঁছে গেছে চরমে।

প্রায় সব বাড়িতেই করোনা ভাইরাসের হানা। অনেকেই সংক্রমণের ভয়ে বেড়োতে পারছেন না বাইরে। এখানে মানসিক পরিস্থিতিও খুব চাপে। এদিন রূপম তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘কোভিড আক্রান্ত বাড়ি বা অন্যান্য সমস্যার কারণে যাঁরা বাইরে বেরিয়ে ওষুধপত্র, বাজার এবং অন্যান্য  প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন না, কমেন্ট বক্সে জানান আমাদের, আপনার এলাকায় আমাদের প্রতিনিধি থাকলে তাঁদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব আমরা। তাঁরা আপনাদের জন্য জিনিস কিনে বাড়িতে  পৌঁছে দিয়ে আসবে’।

এই খারাপ সময়ে মানুষের সাহায্যে বিভিন্ন এলাকা থেকে এগিয়ে এসেছেন ‘মুক্তক্ষেত্র’ এবং ‘ফসিল্‌স ফোর্স’-এর সদস্যরা। এরকম উদ্যোগে প্রত্যেকেই আশার আলো দেখতে পাচ্ছেন।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes